
স্পোর্টস ডেস্ক : জন্মদিনের পার্টিতে হইহুল্লোড় করে প্রতিবেশীর শান্তি বিঘ্নিত করায় ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা। রিও ডি জেনিরোর ভারজেম গ্রান্দের লাজেদো পার্টি হাউসে নিজের ২৫তম জন্মদিন উদ্যাপন করেন ভিনিসিয়ুস। গত ১২ জুলাই ২৫তম জন্মদিন ছিল তার।
আন্তোনিও আরও জানিয়েছেন, মিলিটারি পুলিশ ডাকা হয়েছিল। কারণ, ভিনিসিয়ুসের পার্টিতে আলোকসজ্জার রশ্মি, শব্দযন্ত্রের উচ্চ স্বর, চিৎকার-চেঁচামেচি সহ্যের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল।
মিলিটারি পুলিশ ভিনির পার্টিতে গিয়ে তাকে উচ্চ স্বরে গান বাজানো বন্ধ করতে কিংবা গানের সাউন্ড কমাতে বলে। ভিনি এ আদেশ মেনেছেন। কিন্তু মিলিটারি পুলিশ চলে যাওয়ার পর আবারও আগের মতো উচ্চ স্বরে গান বাজানো শুরু হয় জন্মদিনের উৎসবে।
ব্রাজিলের আরজে কোর্ট অব জাস্টিসের বরাত দিয়ে সিএনএন ব্রাজিলের খবর, মামলাটি ব্রাজিলের নবম বিশেষ আদালতে প্রক্রিয়াধীন। আগামী ৬ নভেম্বর শুনানি হবে।
ও গ্লোবো এ বিষয়ে ভিনির সঙ্গে যোগাযোগ করেছিল। রিয়াল তারকার প্রেস অফিস থেকে বলা হয়েছে, মামলার বিষয়ে ভিনি এখনো কোনো নোটিশ পাননি।
ব্রাজিলের আইন অনুযায়ী, ‘অন্যদের কাজে কিংবা শান্তিতে বিঘ্ন ঘটালে’ ১৫ দিন থেকে সর্বোচ্চ তিন মাস কারাবাসের শাস্তির পাশাপাশি জরিমানাও হতে পারে।
আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:২৮