
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “ধর্মীয় কোনো বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় উপহার শাড়ী বিতরণ করা হয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের এই মহা শারদীয় উৎসবে নতুন পোষাকে সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে সেই চেতনায় অসহায় ও দরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সেবক ও নওগাঁ সদর-৫ আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মো: মাসুদ হাসান তুহিন।
মঙ্গলবার বিকেল ৪টায় নওগাঁ শহরের ঘোষপাড়ার ফাইভ স্টার ক্লাব মন্দিরে সদর উপজেলার ৩০টি মন্দিরে প্রায় ৫ শত মানুষের মাঝে এ শাড়ি বিতরণ করা হয়।
এসময় মাসুদ হাসান তুহিন বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও তিনি আরো বলেন,আমি আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে চাই সেই সাথে মানুষের কল্যানে কাজ করে যেতে চাই।
এমন উপহার পেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সত্তোর উর্দ্ধ এক বৃদ্ধা বলেন, নতুন এই শাড়ি পেয়ে খুব ভালো লাগছে,বাবাজি যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে ভগবানের কাছে এই আর্শিবাদ করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাইভ স্টার ক্লাবের সভাপতি বাবু সুরেন্দ্রনাথ চক্রবর্তী সাধারণ সম্পাদক বাবু শান্তনু কুমার চক্রবর্তী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৫৩