ক্ষমা চাননি পাইক্রাফট, উল্টো তথ্য দিতে হবে পাকিস্তানকে

Ayesha Siddika | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ - ০৭:০৩:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক : হ্যান্ডশেক বিতর্ক থেমেও যেন থামছে না। বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামার আগে আইসিসিকে মেইল করে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। দাবি জানায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটকে বহিষ্কার। ম্যাচের নির্ধারিত সময়েও মাঠে আসেনি। ওই নাটক অবশ্য থেমে যায় রাতেই।

ভারতের টাইমস অব ইন্ডিয়া আইসিসির এক উচ্চপদস্থ সূত্রের বরাতে জানিয়েছে, অমন কিছু হয়নি। বরং পাকিস্তানকে এখন ব্যাখা দিতে হবে। আইসিসিও পাইক্রাফটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। পাইক্রাফট পাকিস্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি শুধুমাত্র মিটিয়েছেন। তিনি কোনও ক্ষমা চাননি। এমনকি তার বিরুদ্ধে কোনও রকমের নিয়ম ভাঙার প্রমাণও মেলেনি।

রবং আইসিসি সূত্রের খবর, পাইক্রাফটের বিরুদ্ধে তদন্ত হবে কিনা, তা নির্ভর করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে নিয়ে নতুন কী তথ্য দেয়, তার উপর। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের খবর, পাইক্রাফট ক্ষমা চাননি। তিনি শুধু জানান, ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি তৈরি হয়। নিজের অবস্থান স্পষ্ট করেন সালমান আগার কাচে। সেটিকেই পাকিস্তান ‘ক্ষমা প্রার্থনা’ হিসেবে চালিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। আঘার কাছে। আর সেটাই ‘ক্ষমাপ্রার্থনা’ বলে প্রচার করছে পিসিবি।

 

 

আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad