
ডেস্ক নিউজ : যশোরে কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে যশোর সদরের মুড়লী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় আবু বকর সিদ্দিককে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৬৯৭ গ্রাম, যার মূল্য ১ কোটি ১১ লাখ ১১ হাজার ৫৭৪ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত স্বর্ণের বার ওই যুবকের কোমরে বিশেষ কায়দায় লুকানো ছিল। ওই যুবক বিজিবিকে জানিয়েছে, স্বর্ণের বারগুলো ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশে নিয়ে যাওয়ার কথা ছিল। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এগুলো সংগ্রহ করা।
আটক আবু বকর সিদ্দিক ঢাকা দক্ষিণ সিটির শ্যামপুর থানার ডিআইটি প্লটের সাইজদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৪০