
আহমদ বিলাল খান : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ প্রায় ১৬ টি সরকারি প্রতিষ্ঠানে দূর্নীতি ও প্রকল্প বাস্তবায়ন কাজে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা পরিষদে অভিযান পরিচালনা করেন দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক জাহিদ কালামসহ একটি টিম।

দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক জাহিদ কালাম বলেন, জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে অনিয়মসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে আজ সকাল থেকে দুদক অভিযান পরিচালনা করেছে। জেলা পরিষদের কর্মকর্তাদের বক্তব্যে আমরা সন্তষ্ট হইনি। চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তারা ঢাকায় অবস্থান করায় আমরা তাদের কোনো বক্তব্য নিতে পারিনি। তবে জেলা পরিষদের অনিয়ম নিয়ে দুদকের অভিযান অব্যাহত থাকবে। পরে জেলা পরিষদ সদস্যসহ তিনি জেলা পরিষদের আওতাধীন প্রকল্প পরিদর্শন করেন।
অভিযান পরিচালনাকালে দুদক রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, উপ সহকারী পরিচালক সওয়ার হোসেন, বোরহান উদ্দিনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী ঢাকায় অবস্থান করায় অভিযানকালে তাদের বক্তব্য নিতে পারেনি দুদক।
আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৩৩