নওগাঁয় সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ - ০৬:২৮:৪৭ পিএম
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাফিউল সারোয়ার, ১৪ বিজিবির উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, ১৬ বিজিবির কর্নেল আরিফুল ইসলাম মাসুম এবং সেনাবাহিনীর মেজর মো. কাওছার। এছাড়াও সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, ইমাম ও মোয়াজ্জেম, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক জানান, পূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী একযোগে কাজ করবে। পুলিশের সাদা পোশাকের সদস্যরাও দায়িত্বে থাকবেন। প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো হবে, ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে এবং একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু থাকবে।
তিনি আরও বলেন, পূজা চলাকালে আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং প্রতিমা বিসর্জনের কার্যক্রম সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানানো হয়।

আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:২১
▎সর্বশেষ

ad