নেপালের নতুন প্রধানমন্ত্রীকে প্রথম ফোন মোদির, কী বললেন?

Ayesha Siddika | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ - ০৬:০২:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সুশীলার সঙ্গে কথা হয় মোদির। সামাজিক মাধ্যমে ফোনালাপের বিষয়টি শেয়ার করেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি, নেপালে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ভারতের সমর্থনের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। 

মোদি লিখেছেন, ‘নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে ফোনে কথা হলো। সম্প্রতি নেপালে মর্মান্তিক প্রাণহানির জন্য তাকে আন্তরিক সমবেদনা জানিয়েছি। নেপালে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের চেষ্টায় সর্বদা পাশে থাকবে ভারত, সে কথাও জানিয়েছি তাকে।’ 
 
সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে চলতি মাসের শুরুতে ছাত্র-তরুণদের আন্দোলন শুরু হয় নেপালে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু বিক্ষোভকারী প্রাণ হারান। ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। 
 
পরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বেছে নেয়া হয় দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলাকে। গত ১২ সেপ্টেম্বর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ৭২ বছরের সুশীলা। তারপর থেকে তাকে একাধিকবার অভিনন্দন জানিয়েছেন মোদি। 
 
সুশীলা কার্কির প্রধানমন্ত্রী হওয়া ‘নারী ক্ষমতায়নের’ উৎকৃষ্ট উদাহরণ বলেও অভিহিত করেছেন মোদি। কখনও আবার নেপালের তরুণ তুর্কি তথা জেন-জি’র প্রশংসাও শোনা গেছে মোদির মুখে। তবে এই প্রথম ফোনে কথা হলো দু’দেশের রাষ্ট্রপ্রধানের।

 
সূত্র: আনন্দবাজার

 

 

আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০২

▎সর্বশেষ

ad