
তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের আয়োজনে ৬৩ তম মহান শিক্ষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে র্যালী, আলোচনা সভা ও ছাত্র সমাবেশের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনসহ সকল গণআন্দোলনে প্রাণ হারানো শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তিতে ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি জহির রায়হান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনোয় বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র ইউনিয়ন সভাপতি কমরেড মোরশেদ আলম, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি রমজান আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৬২ শিক্ষা আন্দোলনের আকাঙ্খা আজও প্রাসঙ্গিক। শিক্ষা আন্দোলন কেবল শিক্ষাক্ষেত্রে নয়, সামগ্রিক বৈষম্যবিরোধী সংগ্রামে ছাত্র জনতাকে অনুপ্রেরণা যুগিয়েছে। আজও ছাত্র-শ্রমিক-মেহনতি মানুষের আত্মদানের মধ্য দিয়ে ৬২ এর আকাঙ্খা পুনঃব্যক্ত হচ্ছে। যুগে যুগে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনই আমাদের বৈষম্যহীন সমাজের পথে এগিয়ে নেবে।
সমাবেশ থেকে যে দাবিগুলো উত্থাপন করা হয়, সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়ন। স্থানীয় সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন সহ অনার্স কোর্স চালু করণ। জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাকান্ডের বিচার, শহীদদের প্রকৃত তালিকা প্রকাশ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণ। দেশব্যাপী বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিচার ও মব সন্ত্রাস বন্ধ। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য ব্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, স্থানীয় শহীদ মিনারে সকল শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:১২