
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ববি দেওল এবার শাহরুখ পুত্র আরিয়ান খানকে নিয়ে বললেন নিজের অভিজ্ঞতার কথা। আরিয়ানের পরিচালনায় তৈরি ডেবিউ সিরিজ ‘দ্য ব্যাডাস অফ বলিউড’-এ কাজ করার সময় অভিনেতার মনে হয়েছে তিনি যেন নিজের ছেলের সঙ্গে কাজ করছেন।
সিদ্ধার্থ কন্ননের সঙ্গে এক সাক্ষাৎকারে ববি বলেন, আমি অনেক পিতৃতুল্য ভাব অনুভব করেছি, কারণ আমারও সন্তান আছে, এবং তারা দুজনেই এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়। সুপারস্টার বাবার ছত্রছায়া থেকে বেরোনো কখনোই সহজ নয়। শাহরুখ খানের ছেলে হওয়া সহজ কাজ নয়। তবে আরিয়ানকে দেখে মনে হয়েছে তার ভেতরে দারুণ আগুন আছে, সে নির্ভীক।
ববি আরও জানান, পরিচালনার পাশাপাশি আরিয়ান খুব যত্ন নিয়ে শিল্পীদের শট বোঝাতেন এবং সবার কাছ থেকে সেরা কাজটি বের করে আনতে একাধিক টেক নিতেন। তার ভাষায়, যেভাবে সে আমাকে পরিচালনা করছিল, মনে হচ্ছিল আমার নিজের ছেলে আমাকে পরিচালনা করছে। এটা খুব আবেগঘন অভিজ্ঞতা ছিল।
‘দ্য ব্যাডাস অফ বলিউড’ সিরিজটি একজন আউটসাইডারের গল্প নিয়ে, যিনি বলিউডের গ্ল্যামার ও চ্যালেঞ্জিং দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে সংগ্রাম করেন। এতে ববি দেওলকে দেখা যাবে অজয় তালোয়ার চরিত্রে, যিনি একজন সুপারস্টার এবং উঠতি তারকা করিশ্মা তালোয়ারের বাবা।