
আন্তর্জাতিক ডেস্ক : নেপালে দুর্নীতিবিরোধী গণবিক্ষোভে অন্তত ৭২ জন নিহত হওয়ার পর, সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শপথ নেওয়ার পর প্রথম ভাষণে তিনি বলেন, ‘আমি এই পদে আসতে আগ্রহী ছিলাম না, তবে রাস্তায় থাকা কণ্ঠগুলো আমাকে বাধ্য করেছে।‘
কার্কি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ছয় মাসের বেশি এই পদে থাকবেন না এবং আগামী বছরের ৫ মার্চ নির্ধারিত নির্বাচনের পর নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। নেপালে সম্প্রতি ‘জেন জি’ নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনে অস্থিরতা চরমে পৌঁছায়। বিক্ষোভের সময় রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর, সংসদ ভবনে আগুন লাগানো এবং সহিংসতায় তিন পুলিশসহ অন্তত ৭২ জন নিহত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে। নতুন প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জেন জি’ প্রজন্মের চিন্তাভাবনার আলোকে কাজ করতে হবে। তারা যে তিনটি বিষয় চায় তা হলো, দুর্নীতির অবসান, সুশাসন এবং অর্থনৈতিক সমতা।‘
সুশীলা কার্কি দেশের সর্বোচ্চ আদালতের সাবেক প্রধান বিচারপতি। তাকে একজন সৎ এবং নির্ভীক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হলেও, তিনি অতীতে অভিশংসনের মুখোমুখি হয়েছিলেন। নতুন সরকারকে এখন আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা, ক্ষতিগ্রস্ত সরকারি অবকাঠামো পুনর্নির্মাণ, প্রতিবাদকারীদের সঙ্গে বিশ্বাসভিত্তিক সংলাপ এবং গণতন্ত্রকে সুরক্ষিত রাখার মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪৩