
স্পোর্টস ডেস্ক : হংকংকে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে চাপে পড়ে যায় টাইগাররা। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে এবারের আসরে তৃতীয় ম্যাচে নামার আগে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল-হারলেই বিদায় নিশ্চিত।
সমীকরণ এখন এমন- শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচে আফগানরা যদি হেরে যায় তাহলে শ্রীলংকার সাথে সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। কিন্তু আফগানিস্তান যদি জিতে যায় তাহলে অনেক সমীকরণের মধ্য দিয়ে সুপার ফোরে যেতে হবে বাংলাদেশকে।
তাইতো আফগানিস্তান–শ্রীলংকা ম্যাচে না থেকেও পুরোপুরিভাবে আছে বাংলাদেশ। তাই গুলবাদিন নাইবের সংবাদ সম্মেলনে চার সাংবাদিকের সবাই বাংলাদেশি।
বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে যাবে কি না, সেটি তো নির্ভর করছে এই ম্যাচের ওপরই। আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ। তবে গুলবাদিন মনে করেন, এমন কিছু হবে না।
২০১৯ বিশ্বকাপের সময়েও এ রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথম ছয় ম্যাচের কোনোটিতে না জিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল আফগানিস্তান। বাংলাদেশের তখনো দুই জয় নিয়ে আশা ছিল সেমিফাইনাল খেলার।
এমন সময়ে দাঁড়িয়ে তখন আফগানিস্তানের অধিনায়ক গুলবদিন বলেছিলেন, ‘আমরা তো ডুবেছি, তোমাদের নিয়েই ডুবব।’
এবারের পরিস্থিতি যদিও একটু আলাদা। ভেসে থাকা আফগানিস্তান ডুবে গেলেই ভালো বাংলাদেশের জন্য। কারণ, আফগানরা শ্রীলংকাকে অল্প ব্যবধানে হারালেই তো বাংলাদেশ বাদ।
এমন পরিস্থিতিতে গুলবাদিন নাইব বলেন, ‘প্রতিটা দিনই নতুন ও চ্যালেঞ্জিং। আমাদের ক্রিকেট ভারত বা অস্ট্রেলিয়ার মতো নয়। আমরা কঠিন পরিস্থিতির ভেতর থেকে এসেছি। আমরা এই ধরনের পরিস্থিতি ভালোবাসি। এ ধরনের পরিস্থিতিতে অভ্যস্ত। যদি আপনি আমাদের ক্রিকেট ইতিহাস দেখেন, আমরা যেখানে ছিলাম, এখন যেখানে আছি। পুরোপুরি আলাদা।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেট সহজ নয়। এ ধরনের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই কঠিন, চ্যালেঞ্জিং। আমাদের কোনো চাপ নেই। শ্রীলংকা ভালো দল, তারা দুটি ম্যাচ জিতেছে। তাদের বিপক্ষে জেতা সহজ হবে না। প্রতিটি দিনই কঠিন, চাপের। আমি এটুকু বলতে পারি, এটা ভালো ম্যাচ হবে।’
আগামীকাল রাত সাড়ে আটটায় আবুধাবিতে শ্রীলংকার মুখোমুখি হবে আফগানিস্তান।
আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০০