
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার পাতিগ্রাম মোড়ে ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটি। গতকাল বুধবার সকাল ১১ টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেরার হামিদপুর ইউনিয়নের পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রামের প্রায় ৪ হাজার নারী পুরুষ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষে ঘন্টা ব্যাপি মাববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ভূমি ও বসবাড়ী রক্ষা কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমান মানববন্ধনের বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় নানা সমস্যা নিয়ে জীবন যাপন করছি। সেই সাথে এখন গ্রামে কম্পনের ভয়ে বসত বাড়ীতে রাত্রী যাপন করা কঠিন হয়ে পড়েছে। যে কোন মূহুত্বে দূর্ঘটনা ঘটে যেতে পারে। পাতিগ্রাম ও পাচঘরিয়া গ্রামের ক্ষতিগ্রস্থদের বাড়ীঘর ও জমি একালীন অধিগ্রহন করার দাবি জানান। সেই কারণে আমরা ৭ দফা দাবীতে আজ এই মানববন্ধন করছি।
আমাদের দাবীর মধ্যে রয়েছে, “১. অতি মাত্রায় কম্পোনের কারণে ভূমি ৩ ফিট দেবে যাওয়ায় আমরা আতঙ্কের মধ্যে বসবাস করছি। ২. ফাটল কৃত বসতবাড়ীর বিষয়ে খনি কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্ত গ্রহন হয়নি কেন জবাব চাই? ৩. জনসাধারণের চলাচলের জন্য খনি এলাকার বাইপাস রাস্তাটি পূর্ন মেরামত হয়নি কেন জবাব চাই? ৪. সমঝতা চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্থ এলাকার ঘর ঘর স্থায়ী চাকুরী হয়নি কেন খনি কর্তৃপক্ষ জবাব চাই? ৫. পূর্বের অধিগ্রহনেকৃত মসজিদ গুলোর ক্ষতিপূরণ দেওয়া হয়নি কেন খনি কর্তৃপক্ষ জবাব চাই?।
৬. ক্ষতিগ্রস্থ এলাকার বাহিরের নতুন করে পানি সংকট দেখা দেওয়ার কারণে সুপেয় পানির ব্যবস্থা হয়নি কেন খনি কর্তৃপক্ষ জবাব চাই? ৭. ঘরবাড়ী সহ স্থাপনার ফাটল পরিদর্শনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহন।”মানব বন্ধনের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ সাগির ইসলাম, আকাশ মাহমুদ হিটলার, ইউপি সদ্য আব্দুল কাদের, মোঃ আবু তাহের, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এই বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফারাজী এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের সার্ভে কমিটি এলাকায় কাজ করছে। যদি পাতিগ্রাম ও পাচঘরিয়া দুটি গ্রাম দেবে যায় অবশ্যই আমরা সার্ভে করে ক্ষতিপূরণ দেব। সংগঠনের সাভাপতি মোঃ মতিয়ার রহমান বলেন, আমাদের দাবী মেনে না নিলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০০