
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষকদের মাঝে তরমুজ, শসা, মিষ্টি কুমড়া, প্রদর্শনী বীজ ও সারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন সাহা বলেন,কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষকদের মাঝে তরমুজ, শসা, মিষ্টি কুমড়া, প্রদর্শনী বীজ ও সারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হচ্ছে।
আশা করা যাচ্ছে এই উপকরণ বোচাগঞ্জ তথা দেশের নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টির চাহিদা নিশ্চিত করণে বিশেষ ভূমিকা রাখবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের সেবায় নিয়মিত বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ প্রদান অব্যাহত রেখেছে।
আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০০