এবার ফিলিস্তিনকে স্বীকৃতির কথা ভাবছে পর্তুগাল

Ayesha Siddika | আপডেট: ০১ আগস্ট ২০২৫ - ০৭:১০:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্ধিত ট্যারিফ কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক। এতে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি আসবে। তবে শুল্ক কমাতে দেশটিকে কী কী সুযোগ-সুবিধা দিতে হয়েছে তা জানতে হবে।

শুক্রবার (১ আগস্ট) যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেছেন, প্রতিযোগী দেশের তুলনায় আমাদের ট্যারিফ সন্তোষজনক। তবে সেখানে শুধু শুল্ক কমানো নিয়েই আলোচনা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে দেশটির দাবি-দাওয়া নিয়েও আলোচনা হয়েছে। এক্ষেত্রে দেশটিকে কী দিতে হয়েছে তা জানার পর মন্তব্য করা যাবে।

বিএনপির এ নেতা আরও বলেন, এই ট্যারিফের ফলে এ মুহূর্তে পণ্য রফতানি বাধাগ্রস্ত হবে না। আপাতত রফতানিকারদের জন্য এটি স্বস্তিদায়ক। মার্কিন শুল্ক কমানো জয়-পরাজয়ের বিষয় না বলেও মন্তব্য করেন তিনি।

 

 

আয়শা/১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৮

▎সর্বশেষ

ad