পরিবারে প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তাই লির জন্য লালগালিচা সংবর্ধনা

Anima Rakhi | আপডেট: ০১ আগস্ট ২০২৫ - ০৭:১৪:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : চীনের অন্যতম মর্যাদাসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন লি গুওইয়াও। চীনের জেজিয়াং প্রদেশের ওয়েনজউ শহরের এই শিক্ষার্থী তার বংশে প্রথম, যিনি এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন।

এই অর্জন উদযাপন করতে লির পরিবার এবং গ্রামের বাসিন্দারা আয়োজন করেন বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। লালগালিচা, মোটর শোভাযাত্রা, ব্যান্ড বাজনা আর ভুরিভোজে ভরে ওঠে পুরো গ্রাম। এমন বিরল সম্মান উদযাপনে খোলা হয় গ্রামের শতাব্দীপ্রাচীন মন্দিরের প্রধান ফটক, যা সাধারণত খোলা হয় না এবং তা বিশেষ সম্মানের প্রতীক হিসেবে ধরা হয়।

লি জাতীয় পর্যায়ের কঠিন ভর্তি পরীক্ষা ‘গাওকাও’-তে ৭৫০ নম্বরের মধ্যে ৬৯১ পেয়েছেন। এই নম্বরই তাকে পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এনে দেয়।

গ্রামের একজন বাসিন্দা জানান, লির বাবা একজন নির্মাণশ্রমিক এবং মা একটি সুপারশপে অল্প বেতনে কাজ করেন। লি কোনো প্রাইভেট শিক্ষক ছাড়াই পড়ালেখা করেছেন এবং পুরোনো একটি মুঠোফোন ব্যবহার করে প্রশ্নোত্তর অনুশীলন করতেন। সাপ্তাহিক ছুটিতে গ্রামীণ গ্রন্থাগারে গিয়ে হাতে লিখে বিভিন্ন প্রশ্ন অনুশীলন করতেন তিনি।

লি গুওইয়াওয়ের সংবর্ধনার ছবি ও ভিডিও ইতোমধ্যে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ভাইরাল হয়েছে।

অনলাইনে কেউ কেউ প্রশংসা করে লিখেছেন, ‘৬৯১ নম্বর! এটা সত্যিই অসাধারণ।’ অন্যদিকে কিছু মানুষ উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেছেন, এত বড় আয়োজনের কারণে ছেলেটার ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে। ভবিষ্যতে তার কাছ থেকে পরিবার হয়তো অতিরিক্ত প্রত্যাশা করে বসবে।

তবে সবমিলিয়ে লির সাফল্য শুধু পরিবার নয়, পুরো গ্রামের জন্য এক বড় গর্বের বিষয় হয়ে উঠেছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

কুইকটিভি/অনিমা/১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:০৯

▎সর্বশেষ

ad