পাকিস্তানি পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

Ayesha Siddika | আপডেট: ০১ আগস্ট ২০২৫ - ০৬:২১:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে শুল্কের পরিমাণ ২৯ শতাংশ নির্ধারণ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যা ১০ শতাংশ কমানো হলো।  শুক্রবার (১ আগস্ট)  এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদন বলছে, পাকিস্তান ৬৯টি দেশের তালিকায় যোগ দিয়েছে; যাদের পণ্যের ওপর আগামী সপ্তাহ থেকে ১০ থেকে ৪১ শতাংশ পর্যন্ত নতুন মার্কিন শুল্ক আরোপ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন শুল্ক আরোপের উদ্দেশ্য হলো বাণিজ্য ভারসাম্যহীনতা ঠিক করা এবং মার্কিন অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ রক্ষা করা।

নতুন শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন বৃহস্পতিবার। এর আগে অনেক দেশের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বৈঠক হয়। কিছু দেশ শুল্ক কমিয়ে চুক্তিতে পৌঁছেছে এবং কিছু দেশ ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করার সুযোগ পায়নি।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত নয় এমন অন্যান্য দেশের পণ্যের ওপর ১০ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হবে। এতে আরও বলা হয়েছে, ‘কিছু বাণিজ্য অংশীদার আলোচনায় অংশ নেওয়া সত্ত্বেও এমন শর্ত দিয়েছে, যা আমাদের বাণিজ্য সম্পর্কের ভারসাম্যহীনতা পর্যাপ্তভাবে সমাধান করে না। অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পর্যাপ্তভাবে সামঞ্জস্যপূর্ণ হতে ব্যর্থ হয়েছে অনেক দেশ।’

শুল্ক কমানো নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ওয়াশিংটনে সফলভাবে সম্পন্ন ঐতিহাসিক মার্কিন-পাকিস্তান বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণে নেতৃত্বের ভূমিকার জন্য আমি পেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। শাহবাজ বলেন, এই যুগান্তকারী চুক্তি আমাদের ক্রমবর্ধমান সহযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে এবং আগামী দিনগুলোতে আমাদের স্থায়ী অংশীদারত্বের সীমানা প্রসারিত করবে।

 

 

আয়শা/১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad