ইউরোপের প্রধান দায়িত্ব এখন রাশিয়াকে থামানো: জেলেনস্কি

Ayesha Siddika | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ১০:৩৯:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপের এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো ‘রাশিয়াকে থামানো’। তিনি মনে করেন, শুধু রাশিয়ার সম্পদ জব্দ করাই নয়, তা বাজেয়াপ্ত করাও জরুরি। বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত হেলসিংকি+৫০ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে—তাদের থামাতে হবে। এখন সময় এসেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার, শুধু ফ্রিজ করে রাখা নয়। এই সম্পদ যুদ্ধ নয়, শান্তির জন্য ব্যবহার করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাশিয়া থেকে দীর্ঘমেয়াদে নিজেকে রক্ষা করতে হবে। জেলেনস্কি বলেন, যদি বিশ্ব রাশিয়ায় শাসনব্যবস্থার পরিবর্তনের উদ্যোগ না নেয়, তবে যুদ্ধ শেষ হওয়ার পরও মস্কো প্রতিবেশী দেশগুলোকে অস্থির করতে থাকবে। তিনি বলেন, ইউরোপের এখন প্রধান কাজ হচ্ছে রাশিয়াকে থামানো এবং নিরাপত্তা, অর্থনীতি, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে শক্তি বৃদ্ধি করা।

হেলসিংকি+৫০ সম্মেলনটি ১৯৭৫ সালের হেলসিংকিফাইনালএক্ট– এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে। স্নায়ুযুদ্ধ চলাকালে পূর্ব ও পশ্চিমা ব্লকের মধ্যে সম্পর্ক উন্নয়ন, নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক বিষয় নিয়ে আলোচনার ভিত্তি স্থাপন করেছিল এই চুক্তি। এবার ফিনল্যান্ড এ আয়োজনের আয়োজক।

 

আয়শা/৩১ জুলাই ২০২৫,/রাত ১০:৩৪

▎সর্বশেষ

ad