ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করা গিলকে একাধিক রেকর্ড ডাকছে

Ayesha Siddika | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ১০:২৮:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : ২৫ বয়সে ভারতের টেস্ট ক্যাপ্টেন্সি পেয়েছেন। প্রথম অ্যাসাইনমেন্টটাই তার পড়ল ইংল্যান্ডের মাটিতে। গিল উড়ছেনও। ওল্ড ট্রাফোর্ড টেস্ট দিয়েই এই সিরিজে ৭২২ রান করে ফেলেন তিনি। ওভালে আজ লাঞ্চের আগে করেছেন ১৫ রান। তাতে বড় এক রেকর্ডে নাম তুললেন গিল। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে এক সিরিজে এখন তিনিই সর্বোচ্চ রানের (৭৩৭*) মালিক।

গিলের আগে রেকর্ডটি ছিল কিংবদন্তি সুনিল গাভাস্কারের। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে ৯ ইনিংসে ৭৩৩ রান করেছিল গাভাস্কার। কাকতালীয়ভাবে গাভাস্কারও ওই রেকর্ড গড়েন স্থায়ী অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজে। ওই সিরিজের প্রায় তিন বছর আগে ভারপ্রাপ্ত হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

গিল এখনও অপরাজিতই রয়েছেন। পরের ইনিংসও পড়ে আছে। ফলে তার সামনে এখন একাধিক রেকর্ডের হাতছানি। টেস্টে ভারতীয়দের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ রানের মালিক হতে গিলের দরকার আর মাত্র ৩৮। এই রেকর্ডটি গাভাস্কারের দখলে। ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৭৪ রান করেছিলেন তিনি। অধিনায়ক হিসেবে এক সিরিজের সর্বোচ্চ রানের রেকর্ডের জন্য গিলকে করতে হবে আরও ৭৪ রান। যা এখন ডন ব্রাডম্যানের নামে লেখা। দুনিয়ার শ্রেষ্ঠ ক্রিকেটার ১৯৩৬-৩৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮১০ রান করেছিলেন।

উপরোক্ত দুটি রেকর্ড গিলের নাগালেই। এমনকি গিল যদি ব্রাডম্যানের এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটিও ভেঙে দেন, তাহলে কি খুব বেশি অবাক হওয়া যাবে! ১৯৩০ সালে ব্রাডম্যান ৯৭৪ রান করেছিলেন। সে রেকর্ড ভাঙতে গিলের দরকার কত? ২৩৮ রান। খুব অসম্ভব?

 

 

আয়শা/৩১ জুলাই ২০২৫,/রাত ৯:১২

▎সর্বশেষ

ad