ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত জয়!

Ayesha Siddika | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০৬:০৩:২৪ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগ সামার সিরিজের প্রস্তুতি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সোলজার ফিল্ডে বৃষ্টিভেজা ও দমকা হাওয়ামাখা এক সন্ধ্যায় বোর্নমাউথকে ৪-১ গোলে হারিয়েছে রুবেন আমোরিমের দল।

ইউনাইটেডের হয়ে গোল করেছেন রাসমুস হজলুন্ড, প্যাট্রিক ডোরগু, আমাদ দিয়ালো এবং তরুণ মিডফিল্ডার ইথান উইলিয়ামস। ম্যাচের শেষদিকে একটি আত্মঘাতী গোল করেছেন ইউনাইটেড ডিফেন্ডার মাতাইস ডি লিট। প্রথমার্ধের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ইউনাইটেড এগিয়ে যায় ৮ মিনিটেই। ডোরগু বাঁ দিক থেকে দুর্দান্ত এক ক্রস বাড়ান, আর ডেনমার্কের জাতীয় দলের সতীর্থ হজলুন্ড নিখুঁত টাইমিংয়ে মাথা ছুঁইয়ে বল পাঠিয়ে দেন বোর্নমাউথের গোলরক্ষক জর্জ পেত্রোভিচের জালে।

২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডোরগু নিজেই। মেসন মাউন্টের দ্রুত নেওয়া এক ফ্রি-কিক থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোল করেন তরুণ এই ডিফেন্ডার। বিরতির পর ৫৩ মিনিটে ইউনাইটেডের তৃতীয় গোলটি আসে আমাদ দিয়ালোর পা থেকে। এরপর কোচ আমোরিম একসঙ্গে ৯ জন খেলোয়াড় বদল করে দেন। বদলি হিসেবে মাঠে নামা ১৮ বছর বয়সী ইথান উইলিয়ামস মাত্র দুই মিনিটেই গোল করে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন ইউনাইটেডকে।

৮৮ মিনিটে আত্মঘাতী গোল করে ইউনাইটেডের জয় কিছুটা ম্লান করেন ডি লিট। তবে সামগ্রিকভাবে ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখেই সহজ এক জয় তুলে নিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

অন্য ম্যাচে এভারটনকে হারালো ওয়েস্ট হ্যাম

একই দিন শিকাগোতেই আরেকটি প্রস্তুতি ম্যাচে এভারটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ম্যাচের ১৭ মিনিটে এভারটনকে এগিয়ে দেন ইদ্রিসা গেই। তবে বিরতির ঠিক আগে লুকাস প্যাকেতার গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম।

৬৪ মিনিটে জার্মান ফরোয়ার্ড নিকলাস ফুলক্রুগের গোলে এগিয়ে গিয়ে ম্যাচ নিজেদের করে নেয় তারা।

পরাজয়ের পর এভারটন কোচ ডেভিড ময়েস বলেন, ‘এই মুহূর্তে আমি যেসব খেলোয়াড় চাই, তাদের পাচ্ছি না। আমরা জানতাম এখানে ভালো কিছু করা কঠিন হবে। আমাদের দল এখনো পুরোপুরি প্রস্তুত নয়।’

প্রস্তুতি টুর্নামেন্টের শেষ দিন রোববার আটলান্টায় ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে এভারটনের এবং ওয়েস্ট হ্যাম খেলবে বোর্নমাউথের বিপক্ষে।

 

আয়শা/৩১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad