
আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলো যুক্তরাষ্ট্রের একটি বিমান। মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার হয়ে জরুরি অবতরণে বাধ্য হয়েছে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটটি। বুধবারের (৩০ জুলাই) এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কমপক্ষে ২৫ জন। খবর বিবিসির।
এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ইউটার সল্ট লেক সিটি থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা করেছিলো বিমানটি। ঝাঁকুনির শিকার হওয়ায় দুর্ঘটনা এড়াতে পরে সেটিকে মিনেসোটার সেইন্ট পল বিমানবন্দরে অবতরণ করা হয়। বিমানটিতে এ সময় ১৩ ক্রুসহ মোট ২৮৮ জন আরোহী ছিল।
ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ আরও জানায়, যাত্রীদের সাথে দ্রুত যোগাযোগ করা হয়েছে এবং তাত্ক্ষণিক সাপোর্টের ব্যাপারে কাজ করছে তারা।
আয়শা/৩১ জুলাই ২০২৫,/বিকাল ৫:৫৫