ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

চৌগাছা পৌরসভায় ৩০ কোটি টাকার বাজেট ঘোষণ

Ayesha Siddika | আপডেট: ৩০ জুন ২০২৫ - ০৭:২৮:৫৯ পিএম

এম এ রহিম, চৌগাছা, (যশোর) : যশোরের চৌগাছা পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরে ত্রিশ কোটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে পৌরকার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান।


এ বছর পৌরসভার মোট বাজেট ধরা হয়েছে ৩০ কোটি ৭৩ লাখ ২৬ হাজার ১শ ৭৫ টাকা। এবারের বাজেটে ব্যয় ধরা হয়েছে, রাজস্ব খাতে ১০ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৪শ ৪১ টাকা এবং উন্নয়ন খাতে ২০ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৭শত ৩৪ টাকা। এতে পৌর প্রশাসক ও উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ,চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাবেক প্যানেল মেয়র ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, পৌর জামায়াতের আমিরমাওলানা. আব্দুল খালেক, বিএনপির সেক্রেটারী আব্দুল হালিম চঞ্চল, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, প্রেসক্লাব চৌগাছার সহ-সাধারণ সম্পাদক এম এ রহিম, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান ও পৌরসভার ক্যাশিয়ার কালিমুল্লাহ সিদ্দীক প্রমুখ।

পৌর প্রশাসক জানান, নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট, ড্রেন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা, ব্রীজ কালভার্ট নির্মান, পানির লাইন স¯প্রসারন, বাস টার্মিনাল নির্মান, পৌর পার্ক নির্মান ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়নে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। কোনো ধরনের নতুন কর চাপানো হয়নি। তিনি আরো বলেন, ঘোষিত বাজেট জনবান্ধব এবং পৌরবাসীর জন্য কল্যাণকর। এ বাজেট সাধারণ মানুষের আস্থার প্রতিফলন হিসেবে কাজ করবে।

 

কিউটিভি/আয়শা//৩০ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫৪

▎সর্বশেষ

ad