ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

প্রবাসীরা নিজস্ব ব্যাংক হিসাবে রেমিট্যান্স পাঠাতে পারবেন

Ayesha Siddika | আপডেট: ১৫ জানুয়ারী ২০২৫ - ১১:২২:২৫ পিএম

ডেস্ক নিউজ : দেশের ব্যাংকগুলোতে প্রবাসীদের নামে খোলা ‘টাকা হিসাব’ বা (নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট) নিটা অ্যাকাউন্ট পরিচালনার নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রবাসীদের সংশ্লিষ্ট সুবিধাভোগী এই হিসাব পরিচালনা করতে পারবেন। এসব হিসাবে বিদেশ থেকে অনলাইনে বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের আওতায় রেমিট্যান্সের অর্থ পাঠানো যাবে। অর্থাৎ আগে রেমিট্যান্স পাঠানো হতো ব্যাংকের হিসাবে। এখন প্রবাসীরা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক হিসাবেই রেমিট্যান্সের অর্থ পাঠাতে পারবেন। 

নতুন নিয়মে প্রবাসীরা বিদেশ থেকে দেশের ব্যাংকগুলোতে থাকা তাদের ব্যাংক হিসাবে অনলাইন বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে স্থানান্তর করতে পারবে। ব্যাংকগুলো এই প্রক্রিয়ায় রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারবে না। এতে দ্রুত রেমিট্যান্সের অর্থ দেশে চলে আসবে এবং রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে গ্রাহকের খরচও কমে যাবে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর জন্য নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট (এনএফসিডি) খুলে তাতে সরাসরি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারেন।

ওই হিসাব অর্থ নিটা অ্যাকাউন্টে স্থানান্তর করে তা খরচ করতে পারেন। এখন থেকে প্রবাসীরা সরাসরি নিটা অ্যাকাউন্টেই রেমিট্যান্সের অর্থ স্থানান্তর করতে পারবেন। সার্কুলারে বলা হয়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রাহকরা ব্যাংকের চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অনলাইনের মাধ্যমে লেনদেন সম্পাদন করতে পারবেন। এসব ক্ষেত্রে ব্যাংগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

 

কিউটিভি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/রাত ১১:২০

▎সর্বশেষ

ad