বাবর-সালমানের দ্বন্দ্ব চলছে?

Ayesha Siddika | আপডেট: ০২ জুন ২০২৫ - ০২:৪৫:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ছাপিয়ে বিশ্ব ক্রিকেটেও পড়েছে শিরোনামের প্রশ্নটি। ঘটনার সূত্রপাত, ইন্সটাগ্রামে বাবর আজমকে ফলো করা নিয়ে। একদল সমর্থক সালমান আলী আগার ইনস্টার ফলোয়ার অপশনের একটি স্কিনশট নিয়ে প্রশ্ন তুলছে, ‘বাবরকে কেন আনফলো করলেন সালমান?’

বাংলাদেশ সিরিজে বাবরকে যখন বাদ দেওয়া হয় তখন জিজ্ঞাসাটির হালে পানি পায়। ফুলে ফেঁপে ওঠে। কেউ কেউ দুইয়ে দুইয়ে চারও মেলান। ঘটনা এতদূর গড়িয়েছে যে, সালমানকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘বাবরের সঙ্গে কিছু কি হয়েছে…?’

বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে সালমান যখন খুশি, তখন বোধহয় এই প্রশ্নটি বাড়তি হাসির খোরাক জুগিয়েছে। এক পশলা হেসেও নিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। পরে পাল্টা প্রশ্ন করেছেন, ‘বাবরকে কখনও ফলোই করিনি, তো কিভাবে আনফলো করব? মানুষ এসব নিয়ে বলবেই।’

এই স্কিনশট নিয়েই শুরু জল্পনা

তবে পাকিস্তানের সাবেক অধিনায়কের সঙ্গে তার সম্পর্ক অবনতি হয়নি।সেটিও নিশ্চিত করেছেন সালমান, ‘২০০৮ সালে স্কুল জীবন থেকে বাবর আমার বন্ধু। সেই সময় এতটা সোশাল মিডিয়া ছিল না। মানুষ চিন্তা করে আমি বাবরকে আনফলো করেছি। এমন কিছুই নয়। ম্যাচ শুরুর আগেও বাবরকে এটা বলেছি। মানুষের এমন কাণ্ড নিয়ে দুজনে হেসেছি।’সালমান-বাবরের এই দ্বন্দ্ব নিয়ে বেশ জলঘোলা হয়েছে। সালমানের ইনস্টার স্কিনশট নিয়েও প্রচুর কথা হয়েছে। এবার এসব হয়ত থামবে!

 

 

কিউটিভি/আয়শা/০২ জুন ২০২৫,  /দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad