ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

মেটার নিজস্ব এআই চিপ: ব্যয় কমিয়ে কার্যক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা

Anima Rakhi | আপডেট: ১২ মার্চ ২০২৫ - ০৬:১২:২৯ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা এবার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরি করেছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এ চিপ ব্যবহারও শুরু করেছে প্রতিষ্ঠানটি। পরিকল্পনা অনুযায়ী, শিগগিরই আরও বড় পরিসরে এ চিপের উৎপাদন ও ব্যবহার শুরু হবে।

বর্তমানে মেটা গ্রাফিকস কার্ড ও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এআই চিপ ব্যবহার করে। তবে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব এআই অবকাঠামো গড়ে তুলতে চায়। এতে ব্যয়ও অনেকাংশে হ্রাস পাবে। 

মেটার দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এআই প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে অবকাঠামোগত ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি অবকাঠামো উন্নয়নে ১১৪ থেকে ১১৯ বিলিয়ন ডলার ব্যয় করতে পারে, যার মধ্যে এআই খাতে ব্যয় হতে পারে প্রায় ৬৫ বিলিয়ন ডলার। নতুন চিপ উন্নয়নের মাধ্যমে এই ব্যয় কমিয়ে কার্যক্ষমতা বাড়ানোই মেটার মূল লক্ষ্য।

নতুন এআই চিপটি মূলত মেটার অভ্যন্তরীণ এআই প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহৃত হবে। সাধারণ গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) তুলনায় এটি কম বিদ্যুৎ খরচ করেও দক্ষতার সঙ্গে এআই মডেল প্রশিক্ষণ দিতে সক্ষম। তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির সহযোগিতায় এই চিপ তৈরি করছে মেটা।

এআই চিপটি মেটার ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলারেটর’ (এমটিআইএ) প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হচ্ছে। মেটা ইতোমধ্যে এমটিআইএ চিপ ব্যবহার শুরু করেছে, যা ফেসবুক ও ইনস্টাগ্রামের নিউজ ফিডে আরও কার্যকরভাবে কনটেন্ট প্রদর্শনে সহায়তা করছে। মেটার এই উদ্যোগ এআই খাতে তাদের আত্মনির্ভরশীল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

কিউটিভি/অনিমা/১২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:১১

▎সর্বশেষ

ad