কাদের ‘অনুতাপহীন’ ও ‘সুযোগসন্ধানী’ বললেন এরদোগান?

Ayesha Siddika | আপডেট: ৩১ জানুয়ারী ২০২৫ - ০১:৩২:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিরোধী-শাসিত শহরগুলোতে মারাত্মক ট্র্যাজেডি ও দুর্নীতি কেলেঙ্কারির জন্য প্রধান বিরোধী দলকে তিরস্কার ও সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি তাদেরকে ‘অনুতাপহীন’ এবং ‘সুযোগসন্ধানী’ বলে আখ্যা দিয়েছেন। 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানী আঙ্কারায় এক সংসদীয় সভায় এরদোগান তার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) আইন প্রণেতাদের বলেন, ‘যারা কেবল তাদের নিজেদের ভবিষ্যৎ এবং সমৃদ্ধির কথা চিন্তা করে, তাদের কাছে জনগণের সমস্যা কিছুই নয়।’

তিনি প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)- এর বিষয়ে বলেন, তারা ক্ষমতার লড়াইয়ে এতটাই নিমজ্জিত যে তারা নিজেদের পকেট ছাড়া আর কিছুই দেখতে পায় না। দুই সপ্তাহ আগে প্রাদেশিক একে পার্টির কংগ্রেসে তার মন্তব্যের জন্য সিএইচপির সমালোচনার জবাবও দিয়েছেন এরদোগান।  

তিনি বলেন, ‘তারা এতে বিরক্ত ছিল কারণ তারা খুব ভালো করেই জানে যে তারা কী অবস্থায় আছে। তারা আমাদের বিচার বিভাগকে আতঙ্কিত করছে এবং হুমকি দিচ্ছে। ‘সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কের প্রাচীনতম দলটি দুর্নীতি, পিকেকে সন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্র এবং বিচার বিভাগের সদস্যদের বিরুদ্ধে হুমকিসহ একাধিক কেলেঙ্কারির মুখোমুখি হয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:৩০

▎সর্বশেষ

ad