৮ জিম্মিকে মুক্তি দিলো হামাস, ফিলিস্তিনি বন্দিদের মুক্তিতে বিলম্ব

Ayesha Siddika | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৫ - ০৯:১৯:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল সরকার ফেরত আসা জিম্মিদের গ্রহণ করছে।

দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের পরিবারকে অবহিত করেছে যে, তারা আমাদের বাহিনীর কাছে আছে। মুক্তি পাওয়া তিন ইসরাইলি হলেন আরবেল ইহুদ, গাদ মোশে মোজেস ও আগাম বার্জার। তাদের মধ্যে আগাম বার্জারকে উত্তর গাজার জাবালিয়া এবং বাকি দুই ইসরাইলিকে খান ইউনিসে হামাসের প্রয়াত প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বাড়ির কাছে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করে হামাস।

এছাড়া মুক্তি পাওয়া থাইল্যান্ডের নাগরিকরা হলেন- ওয়াচারা শ্রীআউন, পংসাক তান্না, সাথিয়ান সুওয়ান্নাখাম, সুরাসাক লামনাউ ও বান্নাওয়াত সাইথাও। এদিকে খান ইউনিসে বিশৃঙ্খলার পরিবেশে জিম্মি হস্তান্তরের অভিযোগে ইসরাইলি কারাগারে আটক ১১০ ফিলিস্তিনিকে মুক্তির প্রক্রিয়া পিছিয়ে দিয়েছে ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, উপচেপড়া ভিড়ের মধ্যে বন্দিদের হস্তান্তরের দৃশ্য মর্মান্তিক। এ দৃশ্যের পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
 
ইসরাইলের কান ব্রডকাস্টার জানিয়েছে, সরকার কারাগার কর্তৃপক্ষকে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত করার নির্দেশ দিয়েছে। ৩০ জন শিশুসহ ১১০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়ার কথা রয়েছে।
 
পরে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, জিম্মিদের নিরাপদে ফিরে আসার আশ্বাস দিয়েছে মধ্যস্থতাকারীরা। এর ফলে ফিলিস্তিনি বন্দিরা শিগগিরই মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের স্থানীয় সময় বিকেল ৫টায় মুক্তি দেয়া হতে পারে।

 

 

কিউটিভি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১৯

▎সর্বশেষ

ad