
বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিয়ের স্ট্যাটাস প্রসঙ্গে জানতে সংগীতশিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে টুটুল বিষয়টি খোলাসা করেন। সংবাদমাধ্যমে টুটুল বলেন, বিয়ে করিনি। প্রোফাইল আপডেট করতে গিয়ে এই বিভ্রান্তি তৈরি হয়।
টুটুল আরও বলেন, পেজের কিছু তথ্য ঠিক করতে গিয়ে বিড়ম্বনায় পড়ি। ফের বিয়ের পিঁড়িতে বসার মতো কোনো ঘটনা ঘটেনি। ১৯৯৯ সালে টুটুল বাংলাদেশি অভিনেত্রী এবং মডেল তানিয়া আহমেদকে ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে তিন ছেলে ও দুই মেয়ে।

এরপর সুখের সংসারে ছন্দপতন হলে ২০২১ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা। ২০২২ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী টেলিভিশন উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেন এস আই টুটুল।
কিউটিভি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১২