
বিনোদন ডেস্ক : টানা ছয় বছর চুটিয়ে প্রেম করার পর প্রেমিক জহির খানকে গত বছর বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দুজনে দুই ধর্মের অনুসারী হওয়ায় তাদের বিয়ে নিয়ে তুমুল বির্তকও হয়। তবে তাতে কান না দিয়ে বিয়ে করেন সোনাক্ষী ও জহির। তাদের বিয়েতে কোনো ধর্মীয় আচার ছিল না। ঘনিষ্ঠ পরিজনদের নিয়েই সারা হয় বিয়ের অনুষ্ঠান।
এদিকে বিয়ের পরও নিজের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী। অভিনেত্রী বলেন, জীবনকে বিয়ে দিয়ে বিচার করা উচিত নয়। বিয়ে জীবনের একটা অংশ মাত্র। বিয়েতে জীবনে কিছু সংযোজন হয়, বিয়োগ হয় না। তাই বিয়ের পরে কাজ করবেন কি না, সেটা সম্পূর্ণই নারীদের ওপর নির্ভর করে। আমার কাছে কাজ খুব গুরুত্বপূর্ণ। আমি আমার কাজ ভালোবাসি। সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার মধ্যে আমি আনন্দ খুঁজে পাই।
নিজের প্রসঙ্গে সোনাক্ষী আরও বলেন, আমি সৃজনশীল মানুষ। তাই কোনো কিছু সৃষ্টি করতে পারলে আমার খুব ভালো লাগে। তাই বিয়ের পরেও আমি কাজ করতে চাই। কিন্তু কেউ যদি কাজ না করতে চান, সেটাও ঠিক। এটা তাদের সিদ্ধান্ত।
কিউটিভি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০৫