ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

স্বামী জহির ইকবালকে নিয়ে কেমন আছেন সোনাক্ষী?

Ayesha Siddika | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৫ - ০৯:০৭:২৭ পিএম

বিনোদন ডেস্ক : টানা ছয় বছর চুটিয়ে প্রেম করার পর প্রেমিক জহির খানকে গত বছর বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দুজনে দুই ধর্মের অনুসারী হওয়ায় তাদের বিয়ে নিয়ে তুমুল বির্তকও হয়। তবে তাতে কান না দিয়ে বিয়ে করেন সোনাক্ষী ও জহির। তাদের বিয়েতে কোনো ধর্মীয় আচার ছিল না। ঘনিষ্ঠ পরিজনদের নিয়েই সারা হয় বিয়ের অনুষ্ঠান। 

বিয়ের পরে স্বামীর সঙ্গে কেমন কাটছে অভনেত্রীর। আর অভিনয়ই বা চালিয়ে যাবেন কিনা- সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এইসব বিষয় নিয়ে কথা বলেন লাস্যময়ী সোনাক্ষী। নিজের প্রতিটি পদক্ষেপেই জহির ইকবাল তাকে সঙ্গ দেন বলে জানান তিনি।অভিনেত্রী বলেন, ও আমার সেরা চিয়ারলিডার। আমার খুশিতে ও নিজের খুশি খুঁজে পায়। জহির এমনই। যে কোনো কাজেই সঙ্গীকে পাশে পাওয়া খুব জরুরি।

এদিকে বিয়ের পরও নিজের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী। অভিনেত্রী বলেন, জীবনকে বিয়ে দিয়ে বিচার করা উচিত নয়। বিয়ে জীবনের একটা অংশ মাত্র। বিয়েতে জীবনে কিছু সংযোজন হয়, বিয়োগ হয় না। তাই বিয়ের পরে কাজ করবেন কি না, সেটা সম্পূর্ণই নারীদের ওপর নির্ভর করে। আমার কাছে কাজ খুব গুরুত্বপূর্ণ। আমি আমার কাজ ভালোবাসি। সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার মধ্যে আমি আনন্দ খুঁজে পাই।

নিজের প্রসঙ্গে সোনাক্ষী আরও বলেন, আমি সৃজনশীল মানুষ। তাই কোনো কিছু সৃষ্টি করতে পারলে আমার খুব ভালো লাগে। তাই বিয়ের পরেও আমি কাজ করতে চাই। কিন্তু কেউ যদি কাজ না করতে চান, সেটাও ঠিক। এটা তাদের সিদ্ধান্ত।

 

 

কিউটিভি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০৫

▎সর্বশেষ

ad