ওয়াশিংটনে দুর্ঘটনায় রুশ নাগরিক নিহত, শোকবার্তায় যা বলল রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৫ - ০৯:০৩:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত রুশ ও মার্কিন নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

পেসকভ বলেন, আজ ওয়াশিংটন থেকে দুঃখজনক খবর এসেছে। আমরা গভীরভাবে শোকাহত এবং নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার মাঝ-আকাশে সংঘর্ষে লিপ্ত হয়।

জানা গেছে, যাত্রীবাহী বিমানটি কানসাস থেকে ওয়াশিংটন ডিসি যাচ্ছিল। এতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। অন্যদিকে সামরিক হেলিকপ্টারটিতে অন্তত ৩ জন মার্কিন সেনা সদস্য ছিলেন।

উভয়ের মধ্যে সংঘর্ষের ফলে বিমানটি মাঝ আকাশেই দু’ভাগ হয়ে পাশের পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, নদী থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো কোনো জীবিত ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। আমেরিকান ঈগল (The Wichita Eagle) জানিয়েছে, যাত্রীবাহী বিমানটিতে মার্কিন জুনিয়র ফিগার স্কেটিং দলের সদস্যরা ছিলেন।

এদিকে রুশ বার্তা সংস্থা সূত্র জানিয়েছে, ওই বিমানে ইভজেনিয়া শিশকোভা এবং ভাদিম নাউমভ নামে রাশিয়ার ১৯৯৪ সালের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ফিগার স্কেটারও ছিলেন।

এদিকে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০২

▎সর্বশেষ

ad