ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

ওয়াশিংটনে দুর্ঘটনায় রুশ নাগরিক নিহত, শোকবার্তায় যা বলল রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৫ - ০৯:০৩:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত রুশ ও মার্কিন নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

পেসকভ বলেন, আজ ওয়াশিংটন থেকে দুঃখজনক খবর এসেছে। আমরা গভীরভাবে শোকাহত এবং নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার মাঝ-আকাশে সংঘর্ষে লিপ্ত হয়।

জানা গেছে, যাত্রীবাহী বিমানটি কানসাস থেকে ওয়াশিংটন ডিসি যাচ্ছিল। এতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। অন্যদিকে সামরিক হেলিকপ্টারটিতে অন্তত ৩ জন মার্কিন সেনা সদস্য ছিলেন।

উভয়ের মধ্যে সংঘর্ষের ফলে বিমানটি মাঝ আকাশেই দু’ভাগ হয়ে পাশের পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, নদী থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো কোনো জীবিত ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। আমেরিকান ঈগল (The Wichita Eagle) জানিয়েছে, যাত্রীবাহী বিমানটিতে মার্কিন জুনিয়র ফিগার স্কেটিং দলের সদস্যরা ছিলেন।

এদিকে রুশ বার্তা সংস্থা সূত্র জানিয়েছে, ওই বিমানে ইভজেনিয়া শিশকোভা এবং ভাদিম নাউমভ নামে রাশিয়ার ১৯৯৪ সালের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ফিগার স্কেটারও ছিলেন।

এদিকে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০২

▎সর্বশেষ

ad