
আন্তর্জাতিক ডেস্ক : শ্রেণিকক্ষে এক কলেজছাত্রকে বিয়ে করলেন তার শিক্ষিকা। তাদের বিয়েতে হিন্দু রীতি অনুযায়ী আচার-অনুষ্ঠান পালন হয়েছে। মণ্ডপের চারপাশে সাতপাকে ঘোরা থেকে হলুদ, মালা বিনিময় সব হয়েছে শ্রেণিকক্ষের ভেতরেই। ভারতের পশ্চিমবঙ্গের এ ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর এনডিটিভির।
এরপর বিশ্ববিদ্যালয়ের একটি প্যাডে তারা একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে স্বাক্ষর করেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কলকাতা থেকে ১৫০ কিলোমিটার দূরে নদীয়ার হরিণঘাটা প্রযুক্তি কলেজে এ ঘটনা ঘটে। মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজটি পরিচালিত হয়।
এ কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক পায়েল বন্দ্যোপাধ্যায়। কয়েক বছর ধরে তিনি ওই কলেজে পড়ান। ভাইরাল ভিডিওতে তাকে কনের পোশাকে এবং মালা পরা অবস্থায় দেখা গেছে।
কলেজের কর্মকর্তারা জানান, শিক্ষিকা পায়েলকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এর যথাযথ তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পায়েল বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এ কাজটি একটি ‘মনস্তাত্ত্বিক নাটকের’ অংশ; যা তিনি তার ক্লাসে পাঠদানের কাজে ব্যবহার করেছেন। তাকে অপমানের উদ্দেশ্যে ভিডিওটি ফাঁস করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে মন্তব্যের জন্য ওই কলেজ শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কিউটিভি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৫৫