ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

পিএসএলে রেকর্ড পারিশ্রমিক পাচ্ছেন যারা

Ayesha Siddika | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৫ - ০৮:৩৬:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ম আসর শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ৮ এপ্রিল শুরু হয়ে ১৯ মে আসরের পর্দা নামবে। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলাম ইতোমধ্যে হয়ে গেছে। 

পিএসএলের এবারের আসরে বাংলাদেশি তারকাদের মধ্যে দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা, ওপেনার লিটন কুমার দাস ও লেগ স্পিনার রিশাদ হোসেন। গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরিতে থাকা লিটন দাস ও রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। 

পিএসএলের আসন্ন আসরে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা অংশ নেবেন। পিএসএলের এবারের আসরে সবচেয়ে বড় তারকা ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান সাবেক এই তারকাকে সর্বোচ্চ পারিশ্রমিকে চুক্তিবদ্ধ করেছে করাচি কিংস। 

আরেকজন হাই-প্রোফাইল ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা এই তারকাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পিএসএলের এবারের আসর শুরুর আগেই বিদেশি তারকা ক্রিকেটারদের অতিরিক্ত ১ লাখ রুপি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

পিএসএলের শীর্ষ ক্যাটাগরি প্ল্যাটিনামে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ডলার থেকে ১ লাখ ৭০ হাজার ডলার। তারা সর্বোচ্চ ৩ লাখ ডলার থেকে ২ লাখ ২০ হাজার ডলার পারিশ্রমিক পাবেন। 

পিএসএলের সর্বোচ্চ বেতনভোগী ক্রিকেটাররা হলেন- 

ডেভিড ওয়ার্নার (করাচি কিংস) ৩ লাখ ডলার। এছাড়া ২ লাখ ২০ হাজারে ক্যাটাগরিতে আছেন- ড্যারিল মিচেল (লাহোর কালান্দার্স), বাবর আজম (পেশোয়ার জালমি), ফখর জামান (লাহোর কালান্দার্স), শাহিন আফ্রিদি (লাহোর কালান্দার্স), সাইম আইয়ুব (পেশোয়ার জালমি), নাসিম শাহ (ইসলামাবাদ ইউনাইটেড), মোহাম্মদ রিজওয়ান (মুলতান সুলতানস), ম্যাথিউ শর্ট (ইসলামাবাদ ইউনাইটেড), শাদাব খান (ইসলামাবাদ ইউনাইটেড), মাইকেল ব্রেসওয়েল (মুলতান সুলতানস), উসামা মীর (মুলতান সুলতান), টম কোহলার-ক্যাডমোর (পেশোয়ার জালমি), ফাহিম আশরাফ (কোয়েটা গ্ল্যাডিয়েটরস), ফিন অ্যালেন (কোয়েটা গ্ল্যাডিয়েটরস), মার্ক চ্যাপম্যান (কোয়েটা গ্ল্যাডিয়েটরস), অ্যাডাম মিলনে (করাচি কিংস) ও আব্বাস আফ্রিদি (করাচি কিংস)।

প্রসঙ্গত, পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনাম। এই ক্যাটাগরিতে থাকা একজন ক্রিকেটার ১ লাখ ৩০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় সোয়া এক কোটি টাকার মতো।এরপর হলো ডায়মন্ড ক্যাটাগরি। এই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৮৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৯০ লাখ। গোল্ড ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকা।

 

 

কিউটিভি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad