ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

আবুল হাসান রাজুকে ছাড়িয়ে ইংল্যান্ড তারকার রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৫ - ০৮:২০:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সাবেক তারকা অলরাউন্ডার আবুল হাসান রাজুকে ছাড়িয়ে অনন্য রেকর্ড গড়েছেন ইংলিশ তারকা ক্রিকেটার জস ইংলিস। শ্রীলংকার বিপক্ষে চলমান গল টেস্টে অভিষেকেই ৯০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জশ ইংলিস। ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পর ২৯ বছর বয়সে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে ব্যাট উঁচিয়ে ধরে শূন্যে লাফ দিলেন ইংলিশ তারকা। 

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনায় অভিষেক টেস্টে বাংলাদেশ দলের সাবেক তারকা আবুল হাসান ৯৮.১৬ স্ট্রাইক রেটে ১২৩ বলে ১১৩ রান করেন। আজ শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক টেস্টে ১০৮.৫১ স্ট্রাইক রেটে রান করে সেঞ্চুরি পূর্ণ করে আবুল হাসান রাজুকে ছাড়িয়ে যান ইংলিশ তারকা জশ ইংলিস। এই তালিকায় দ্বিতীয় পজিশনে নেমে গেছেন ভারতীয় তারকা ওপেনার শিখর ধাওয়ান। অভিষেকে তার ১৭৪ বলে ১৮৭ রানের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১০৭.৪৭। স্মিথের ১০৫ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১০০।

বৃহস্পতিবার শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই টেস্টের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে টেস্ট অভিষেকে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকান জশ ইংলিস। লংকান অফ স্পিনার নিশান পেইরিসের বল এক্সট্রা কাভারে ঠেলে দিয়ে দুই রান নিয়ে তৃতীয় রানের জন্য অর্ধেক পিচে যেতেই ব্যাট উঁচিয়ে ধরলেন জশ। রান পূর্ণ করার পর শূন্যে দিলেন লাফ। 

টিভি ক্যামেরায় ভিআইপি বক্সে ধরা পড়লেন তার উচ্ছ্বসিত বাবা-মা। উড়ন্ত চুম্বন ছুড়লেন বাবা। ড্রেসিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে করতালিতে মুখর অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ব্যাট ও হেলমেট উঁচিয়ে সবার অভিবাদনের জবাব দিলেন ইংলিস, জড়িয়ে ধরলেন উইকেটের সঙ্গী ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারিকে। ছোট ছোট সব চিত্রই ফুটিয়ে তুলছে অভিষেক মুহূর্তটির মাহাত্ম্য। 

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে অভিষেকে ৮৫ বলে সেঞ্চুরি করে চূড়ায় আছেন ভারতের শিখর ধাওয়ান। ২০০৪ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকে ৯৩ বলে সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ নেমে গেছেন এই তালিকার তিন নম্বরে।

 

 

কিউটিভি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১৮

▎সর্বশেষ

ad