৯৭৩ কোটি টাকায় মার্টিনেজের সতীর্থ যাচ্ছেন রোনালদোর দলে

Ayesha Siddika | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৫ - ০৭:৩২:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় নজরকাড়া পারফরম্যান্স দেখাচ্ছেন জন ডুরান। কলম্বিয়ার এই তরুণ স্ট্রাইকারকে ক্লাবটির ভবিষ্যৎ তারকা হিসেবেই ধরা হচ্ছিল। তার দিকে যে শিগিগিরই যে ইউরোপের বড় দলগুলোর নজর পড়বে সে ব্যাপারেও সন্দেহ ছিল না কারোরই। অথচ মাত্র ২১ বছর বয়সেই ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন তিনি।

ভিক্টর বনিফেস হাত থেকে ফসকে যাওয়ার জন ডুরানকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আল নাসর। ডুরানের ক্লাব অ্যাস্টন ভিলা এই তরুণ তারকাকে বিক্রি করতে সম্মতিও জানিয়েছে। ২১ বছর বয়সী এই কলম্বিয়ান তারকাকে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ পকেটে ভরছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। দলবদলের খবরাখবরের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ডুরানকে কিনতে অ্যাস্টন ভিলাকে ৭৭ মিলিয়ন ইউরো (৯৭৩ কোটি সাড়ে ১২ লাখ টাকা) দিচ্ছে আল নাসর।

এই সাংবাদিক জানিয়েছে, চুক্তির কাগজপত্র এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে। ডুরানও সৌদি আরব যেতে সম্মতি জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মেডিকেল সম্পন্ন করে সৌদি ক্লাবটিতে যোগ দেবেন এই কলম্বিয়ান।

এমএলএসের ক্লাব শিকাগো ফায়ার থেকে ২০২৩ সালে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন ডুরান। ক্লাবটির হয়ে ৭৮ ম্যাচে ২০ গোল করেছেন তিন। চলতি মৌসুমে দারুণ ফর্মের কারণে নজর কেড়েছেন তিনি। এই ২১ বছর বয়সী কলম্বিয়ান লিগে ২০ ম্যাচে ৭ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগেও ৭ ম্যাচে ৩ গোল করেছেন তিনি। সব মিলিয়ে এই মৌসুমে ২৯ ম্যাচে ১২ গোল লেখা হয়েছে তার নামের পাশে। 

কিউটিভি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad