চৌগাছায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

Ayesha Siddika | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৫ - ০৪:২৫:৪৯ পিএম

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সৈয়দপুর-কোটালীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হানেফ আলীর বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এস কে মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য জহুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন ফুলসারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আলাউদ্দিন। সহকারী প্রধান শিক্ষক আকবর আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম মোসাব্বির শান্তি, সাবেক সভাপতি ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক হারুন অর রশীদ।

অনুষ্ঠানে বক্তরা স্মৃতিচারণ করে বলেন, ১৯৯৯ সাল থেকে তিনি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ছিলেন। একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ২৫ বছর শিক্ষকতা করেছেন। বিদ্যালয়ে তাঁর আগমনের পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। মহান এ শিক্ষকের বিদায় জানাতে সকলে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষককে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার প্রদান করেন। এ সময় উপজেলা ছাত্রদল নেতা তুষার ইমরান, স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:২২

▎সর্বশেষ

ad