জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আঃ লীগের যুগ্ম-সম্পাদক মোস্তাক গ্রেপ্তার

Ayesha Siddika | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৫ - ১০:১৭:৪৯ পিএম
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। বুধবার বেলা ১১টায় তিনি মালয়েশিয়ায় পালানোর সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, সাবেক মেয়র মোস্তাকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশাল হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ও পলাতক ছিলেন।

সাবেক মেয়র মোস্তাকসহ প্রকৃত আসামীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন এজন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। এ অবস্থায় আজ বুধবার বেলা ১১টায় মেয়র মোস্তাক ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে মালয়েশিয়ায় পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা থেকে আনার জন্য ইতিমধ্যেই ডিবি পুলিশের টিম রওনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

 

কিউটিভি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১২

▎সর্বশেষ

ad