ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ঢাকার বিদায় নিশ্চিত করে প্লে-অফে এক পা চিটাগংয়ের

Ayesha Siddika | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৫ - ০৮:০৯:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : মিরপুরে বুধবার (২৯ জানুয়ারি) রংপুরের দেয়া ১৪৪ রান তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখেই ৫ ‍উইকেটের জয় তুলে নেয় চিটাগং। ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারের মারে ৪৮ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন হায়দার আলী। রংপুরের পক্ষে ২টি করে উইকেট নেন আকিভ জাভেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

রংপুরের বিপক্ষে এ জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে আসলো চিটাগং। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় চারে নেমে গেছে দুর্বার রাজশাহী। গ্রুপপর্বে তাদের আর কোনো ম্যাচ বাকি নেই। ফলে তাদের চোখ রাঙাচ্ছে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা খুলনা টাইগার্স। নেট রান রেটে এগিয়ে থাকায় পরের দুই ম্যাচ জিতলেই রাজশাহীকে হটিয়ে প্লে অফে জায়গা করে নেবে খুলনা।
তবে একটি ম্যাচ হারলেই পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে রাজশাহীর। অন্যদিকে সিলেটের পর গ্রুপ পর্বে বিদায় নিশ্চিত হলো ঢাকা ক্যাপিটালসের। ১১ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে সিলেট আর ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তাদের উপরে ঢাকা। অন্যদিকে সমান ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুই দল রংপুর ও ফরচুন বরিশাল।
 
এদিন অবশ্য চিটাগংয়ের কাছে হেরে টেবিলের শীর্ষস্থান হারিয়েছে রংপুর। ৮ ম্যাচ অপরাজিত থাকার পর রাজশাহীর কাছে টানা দুই ম্যাচ হারা রংপুর ঘুরে দাঁড়াতে পারেনি তৃতীয় ম্যাচেও। এদিন টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি তাদের ব্যাটাররা। ইফতিখার আহমেদ শেষ পর্যন্ত অপরাজিত থেকে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেললেও সেটা ছিল না টি-টোয়েন্টি সুলভ। ৪৭ বল খেলেছেন তিনি। ৭ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৩ ছক্কাও।
কিন্তু তার ইনিংস দলের পুঁজি বড় করতে সহায়তা করতে পারেনি। ১৭ বলে ২৩ রান করেছিলেন সৌম্য সরকার। ২০ বলে ২২ রানে অপরাজিত ছিলেন শেখ মেহেদী। তাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন খালেদ আহমেদ। ৪ ওভারে তার খরচ ৪৪ রান।
 
রান তাড়ায় নেমে শুরুটা ভালো না হলেও পারভেজ হোসেন ইমনের ইনিংসে চাপ সামলে উঠে চিটাগং। ২৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে শতরান পার করে দিয়ে আউট হন তিনি। যদিও তার ইনিংসটিও টি-টোয়েন্টি সুলভ ছিল না। ৪৩ বল খেলে ২ ছক্কা ও ২ চারে ৪১ রান করেন তিনি। তার মন্থর ইনিংসটা পুষিয়ে দেন হায়দার আলী। ১৮তম ওভারে আকিফকে পরপর চার বলে ছক্কা হাঁকিয়ে দলকে এনে দেন ৫ উইকেটের দাপুটে জয়।

 

 

কিউটিভি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad