ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বলিভিয়াকে হারিয়ে ফাইনাল রাউন্ডে আর্জেন্টিনা

Ayesha Siddika | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৫ - ০৭:২৯:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : বুধবার (২৯ জানুয়ারি) আলবিসেলেস্তেদের জয়ের নায়ক রদ্রিগেজ। ম্যাচের ৮৬তম মিনিটে তার গোলে বলিভিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় মেসির উত্তরসূরীরা। হেক্সা মিশনের লক্ষ্য নিয়ে এবারের আসরে পা রাখে জুনিয়র আলবিসেলেস্তেরা। নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে বিধ্বস্ত করে তারা।

এরপর অবশ্য কিছুটা হোঁচট, কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র। তবে তৃতীয় ম্যাচে আবার জয়ে ফিরলো তারা। কষ্টার্জিত হলেও বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য করলেও গোল আদায় করে নিতে পারছিল না মেসির উত্তরসূরীরা।

অনেক চেষ্টার পর ৮৬তম মিনিটে মিল্টন দেলগাদোর পাস থেকে ঠিকানা খুঁজে দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন রদ্রিগেজ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩ ফেব্রুয়ারি ইকুয়েডরের মোকাবিলায় মাঠে নামবে আর্জেন্টিনা। আপাতত ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৫ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে তারা।

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল খেলবে ফাইনাল স্টেজে। এ পর্বে ৬ দল একে অপরের বিপক্ষে মুখোমুখি হওয়ার পর পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা শীর্ষ দল পাবে চ্যাম্পিয়নের স্বাদ। পাঁচবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার মিশন হেক্সা।
 
এদিকে ফাইনাল স্টেজের এ লড়াইটা হবে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করারও। এ পর্বে আয়োজক চিলি বাদে পয়েন্ট টেবিলের সেরা চারটি দল পাবে বিশ্বকাপের টিকিট।

 

 

কিউটিভি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৮

▎সর্বশেষ

ad