
স্পোর্টস ডেস্ক : বুধবার (২৯ জানুয়ারি) আলবিসেলেস্তেদের জয়ের নায়ক রদ্রিগেজ। ম্যাচের ৮৬তম মিনিটে তার গোলে বলিভিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় মেসির উত্তরসূরীরা। হেক্সা মিশনের লক্ষ্য নিয়ে এবারের আসরে পা রাখে জুনিয়র আলবিসেলেস্তেরা। নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে বিধ্বস্ত করে তারা।
এরপর অবশ্য কিছুটা হোঁচট, কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র। তবে তৃতীয় ম্যাচে আবার জয়ে ফিরলো তারা। কষ্টার্জিত হলেও বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য করলেও গোল আদায় করে নিতে পারছিল না মেসির উত্তরসূরীরা।
অনেক চেষ্টার পর ৮৬তম মিনিটে মিল্টন দেলগাদোর পাস থেকে ঠিকানা খুঁজে দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন রদ্রিগেজ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩ ফেব্রুয়ারি ইকুয়েডরের মোকাবিলায় মাঠে নামবে আর্জেন্টিনা। আপাতত ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৫ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে তারা।
কিউটিভি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৮