ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ইফতিখারের ব্যাটে রংপুরের লড়াকু পুঁজি

Anima Rakhi | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৫ - ০৪:০০:৩৯ পিএম

স্পোর্টস ডেস্ক : চিটাগং কিংসের বিরুদ্ধে আগে ব্যাটিংয়ে নেমে ১৪৩ রানের পুঁজি গড়েছে রংপুর রাইডার্স। শুরুর দিকে বেশ কিছু উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রংপুরের ইনিংস প্রাণ ফিরিয়েছেন ইফতিখার আহমেদ ও শেখ মেহেদী হাসান। শেষ দিকে দুজনের ব্যাটে ভর করে ১৪০ পার করেছে রংপুর।

মিরপুর হোম অব ক্রিকেটে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার স্টিভেন টেইলরের উইকেট হারায় রংপুর। ৭ বলে রানের খাতা খোলার আগেই দলীয় ৩ রানের মাথাতে সাজঘরে ফিরে যান টেইলর।

সুবিধা করতে পারেননি তিনে নামা সাইফ হাসানও। ৮ বলে ৮ রান করে বিদায় নিয়েছেন সাইফ। সাবলীল ছিলেন ওপেনার সৌম্য সরকার। শুরুটা ভালোভাবে করলেও ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। দলীয় ৩৭ রানের মাথায় ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হন সৌম্য। পাওয়ার প্লের ৬ ওভারে ৩৭ রান তোলে রংপুর, হারায় ৩ উইকেট।

এক প্রান্ত ধরে খেলতে থাকেন চারে নামা ইফতিখার আহমেদ। আরেক প্রান্তে খাবি খেয়েছেন ব্যাটাররা। ব্যক্তিগত ইনিংসে ২১ বলে ৯ রান করে বিদায় নেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সুবিধা করতে পারেননি ইরফান শুক্কুরও। ২ বলে করেন ১ রান।

শেষ দিকে কিছুটা চড়াও হয়েছেন টিকে থাকা ইফতিখার, ছুঁয়েছেন ফিফটি। ৪৭ বলে ৬৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। মেহেদী অপরাজিত ছিলেন ২০ বলে ২২ রান করে।

নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রানের পুঁজি দাঁড় করায় রংপুর।

চিটাগংয়ের হয়ে দুই উইকেট তুলেছেন খালেদ আহমেদ। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী।

কিউটিভি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad