‘আশা করছি ভবিষ্যতেও সমর্থন দেবেন’ – বললেন শ্রীলঙ্কা অধিনায়ক

Ayesha Siddika | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ - ০১:১৬:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। গ্যালারিতে আফগানিস্তান আর শ্রীলঙ্কার জার্সি বাদেও একটা জার্সি খুব করে দেখা যাচ্ছিল। আর সেটা ছিল বাংলাদেশের জার্সি। কারণ শ্রীলঙ্কা জিতলেই যে শেষ চারে পৌঁছে যেত বাংলাদেশ!

শ্রীলঙ্কা সে চাওয়াটা পূরণ করেছে। আবুধাবির উইকেটে ১৭০ রানের পাহাড়সম লক্ষ্য তারা টপকে গেছে ৮ বল হাতে রেখেই। কুশল মেন্ডিস অপরাজিত ৭৪ ও কামিন্দু মেন্ডিস ২৬ রান করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশের জার্সি পরে হাজির হয়েছিলেন দর্শক। ছবি- সংগৃহীত

সুপার ফোরে অবশ্য এই বাংলাদেশেরই মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কাকে। আগামীকাল শনিবার দুবাইতে দুই দল মুখোমুখি হবে শেষ চারের প্রথম ম্যাচে। 

আফগানিস্তানকে হারানোর পর গ্যালারিতে শ্রীলঙ্কার পক্ষে সমর্থন নিয়ে প্রশ্ন করা হয়েছিল লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কাকে। উপস্থাপক হয়তো ‘সব’ দেশের ‘শ্রীলঙ্কার’ সমর্থকদের নিয়েই বার্তা দিতে বলেছিলেন তাকে। তবে তিনি সুকৌশলে সেসব এড়িয়ে গেছেন।

তিনি বড় করে দেখেছেন বিদেশের মাটিতে তাদের বিপুল সমর্থনকে। তার আশা, ভবিষ্যতেও এম সমর্থন আসবে গ্যালারি থেকে। 

তিনি বলেন, ‘এটাই তো চাই আমাদের! কারণ আমরা যখন অন্য দেশে খেলি তাদের সমর্থনটা আমাদের জন্য অনেক বড় কিছু হয়ে দাঁড়ায়। আশা করছি ভবিষ্যতেও তারা আমাদের সমর্থন দিয়ে যাবেন।’

শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে জয়ের ফলে তিন ম্যাচের তিনটিই জিতে চলে গেছে সুপার ফোরে। যার ফলে টুর্নামেন্টে টিকে থাকা বাকি দলগুলোকেও একটা বার্তা দিয়ে দিয়েছে টি-টোয়েন্টি এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

এমন পারফর্ম্যান্স মন ভরিয়েছে লঙ্কান অধিনায়কেরও। তিনি বলেন, ‘আজকের পারফর্ম্যান্সে আমি যারপরনাই তৃপ্ত। আমরা বেশ নিখুঁত একটা ম্যাচ খেলেছি। ওপরের দিকে পেসাররা আমাদের কাজটা ভালোভাবে করে দিয়েছে। শুধু শেষ ওভারটাই আমরা খারাপ করেছিলাম। তবে এ ছাড়া আমরা বেশ ভালো কাজ দেখিয়েছি।’

 

 

আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১:১৫

▎সর্বশেষ

ad