ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

অবসর ভেঙে মাঠে ফিরছেন ডি ভিলিয়ার্স

Anima Rakhi | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৫ - ০৪:০৪:১১ পিএম

ডেস্ক নিউজ : অবসর ভেঙে আবারও মাঠে ফিরছেন প্রোটিয়া কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ২০২১ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। তবে সেই অবসর ভেঙে আগামী জুলাইয়ে মাঠে ফিরছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক।

আগামী ১৮ জুলাই মাঠে গড়াবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় আসর। এই আসর দিয়ে দীর্ঘ ৪ বছর পর মাঠে ফিরবেন ডি ভিলিয়ার্স। মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজের ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় মাঠে ফেরার কথা জানিয়েছেন ‘মিস্টার ৩৬০’।

মূলত অবসরপ্রাপ্ত ও ক্রিকেট বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নেন। সেখানে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্বকারী দলের নেতৃত্ব দেবেন ডি ভিলিয়ার্স।

তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘চার বছর আগে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলাম। কারণ আর খেলার প্রয়োজনীয়তা অনুভব করিনি। মাঝে অনেকদিন চলে গেছে এবং আমার ছেলেও খেলা শুরু করেছে। আমরা একসঙ্গে বাগানে খেলি এবং মনে হয় আমার ভেতরে কিছুটা আগুন রয়ে গেছে। তাই আমি জিম এবং নেটে ফিরছি এবং জুলাইয়ে ডব্লিউসিলের জন্য প্রস্তুতি নিচ্ছি। ‘

দারুণ ফর্মে থাকা সত্ত্বেও ২০২১ সালের নভেম্বরে জাতীয় দল থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। ৪ বছর পর তিনি মাঠে ফিরছেন। তার দলের নাম ‘গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স’। এই দলে আরও আছেন জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, ডেল স্টেইন ও ইমরান তাহিরের মতো কিংবদন্তিরা।

কিউটিভি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৪

▎সর্বশেষ

ad