ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ক্রিকেটারদের হোটেল ছাড়া নিয়ে যে ব্যাখ্যা দিলো রাজশাহী

Anima Rakhi | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৫ - ০৩:৪৯:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : একের পর এক অভিযোগের তির দুর্বার রাজশাহীর মালিকপক্ষের দিকে। এখন পর্যন্ত ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যার সমাধান করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। হোটেল ভাড়া বাকি রেখেও সমালোচিত হয়েছে তারা। এবার অভিযোগ উঠেছে, খরচ বাঁচাতে খেলোয়াড়দের মধ্যে যাদের ঢাকায় বাসা আছে, তাদের নাকি হোটেল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজশাহীর মালিকপক্ষ। তবে, এই অভিযোগ অস্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলে লিগ পর্বের ১২ ম্যাচই খেলে ফেলেছে রাজশাহী। তৃতীয় স্থানে থাকায় প্লে-অফের লড়াইয়ে এখনো টিকে আছে তারা। শেষ পর্যন্ত তারা প্লে-অফে জায়গা করে নিতে পারবে কিনা, তা জানা যাবে আগামী শনিবার। ততদিন পর্যন্ত বিশ্রাম পাচ্ছেন রাজশাহীর ক্রিকেটাররা।

খেলা না থাকলেও এই সময়টায় ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড়দের একসঙ্গেই টিম হোটেলে থাকার কথা। কিন্তু নানা কেলেঙ্কারির জন্ম দেওয়া ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ঢাকায় যে ক্রিকেটারদের বাসা আছে তাদের টিম হোটেল ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

অবশ্য এই অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে রাজশাহীর মালিকপক্ষ। বরং এই ক্রিকেটারদের অনুরোধেই তাদের তিন দিনের ছুটি দেওয়া হয়েছে।

আত্মপক্ষ সমর্থন করে এরই মধ্যে গণমাধ্যমে বিবৃতিও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিবৃতিতে বলা হয়েছে, কয়েকজন ক্রিকেটারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট তাদের তিন দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অনুরোধ মূলত ঢাকায় বাস করা ক্রিকেটারদের ছিল। তবে যারা ঢাকার বাইরে বসবাস করে, তারা বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে ঢাকায় টিম হোটেলেই অবস্থান করছেন। যাদের ঢাকায় বাসা আছে তারা চাইলেও যখন ইচ্ছা হোটেলে চেক-ইন করতে পারবেন।

এই বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান বিপিএলে ১২ ম্যাচে ৬ জয় নিয়ে এরই মধ্যে লিগ পর্বের খেলা শেষ করেছে রাজশাহী এবং পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। এই দলটার প্লে-অফে জায়গা করে নেওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে এবং ফ্র্যাঞ্চাইজিটি অপরাপর ফ্র্যাঞ্চাইজির লিগ পর্যায়ের খেলা শেষের অপেক্ষা করছে।

কিউটিভি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৯

▎সর্বশেষ

ad