ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

যে কারণে মাত্র এক পেসার নিয়ে মাঠে নেমেছিল ভারত

Anima Rakhi | আপডেট: ২৩ জানুয়ারী ২০২৫ - ০৮:৩০:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : সাদা বলের ক্রিকেটে ফিরেই যেন নিজেদের খুঁজে পেয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে তারা। কিন্তু জয়ের পরও এই ম্যাচে ঘিরে বিতর্ক হচ্ছে! মোহাম্মদ শামিকে না খেলানোয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রথম ম্যাচের আগে অনুশীলনে শামিকে একটু অস্বস্তিতে ভুগতে দেখা গিয়েছিল। তার পায়ে স্ট্র্যাপ বাঁধা ছিল। টানা দেড় ঘণ্টা বল করার সময় কোনো অস্বস্তি দেখা না গেলেও মাঠ ছাড়ার সময় একটু অস্বস্তিতে দেখা গিয়েছিল তাকে।

যদিও অধিনায়ক সূর্যকুমার ভারতীয় পেসারের চোট নিয়ে কিছু বলেননি। বরং তিনি ব্যাখ্যা দিয়েছেন, কেন ইডেনে পেসার কমিয়ে, বাড়তি স্পিনার খেলানো হয়েছিল।

ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, ‘আমরা নিজেদের শক্তি অনুযায়ী দল তৈরি করতে চেয়েছিলাম। দক্ষিণ আফ্রিকাতেও স্পিনার বেশি খেলিয়েছিলাম। নতুন বলে বল করার দায়িত্ব হার্দিক পান্ডে নেয়। ফলে আমরা এক জন বাড়তি স্পিনার খেলানোর সুযোগ পাই। আর আমাদের তিন জন স্পিনারই দারুণ বোলিং করছে।’

এই ম্যাচে পেসার হিসাবে নেওয়া হয়েছিল শুধু বাঁহাতি আর্শদীপ সিংকে। তার সঙ্গে ছিলেন অলরাউন্ডার হার্দিক এবং নীতীশ কুমার। হার্দিক বল করলেও নীতীশকে বল করানো হয়নি। স্পিন বিভাগ সামলানোর জন্য ছিলেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণই।

ভারতের হয়ে আর্শদীপ, হার্দিক, অক্ষর দু’টি করে উইকেট নেন। তিনটি উইকেট নেন বরুণ। বিষ্ণই কোনো উইকেট পাননি।

কিউটিভি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad