
স্পোর্টস ডেস্ক : পুঁজিটা ছিল ১৫৪ রানের। এমন পুঁজি নিয়ে ম্যাচ জিততে হলে শুরুটা ভালো হতে হতো দলের। তবে তা আর হলো কই? শ্রীলংকান দুই ওপেনার মিলে যে তাণ্ডবই বইয়ে দিয়েছেন সাইফউদ্দিন, তাসকিন আহমেদদের ওপর! শুরুটা হয়েছিল সাইফউদ্দিনকে দিয়ে। টানা তিন চার মেরে পাথুম নিসাঙ্কা ইঙ্গিত দেন ঝড়ের। সে ওভার থেকে সাইফউদ্দিন দিয়ে যান ১৪ রান।
এরপর আক্রমণে আসা তাসকিন আহমেদ শুরুটা ভালোই করেছিলেন। তবে খেই হারিয়ে ফেললেন এরপর। একটা ছক্কাসহ হজম করে গেলেন ১৬ রান। তৃতীয় ওভারে আসা তানজিম হাসান সাকিবও শুরুটা ভালো করেছিলেন। প্রথম তিন বল থেকে দিয়েছিলেন ২ রান। তখন পর্যন্ত লঙ্কানদের স্কোরবোর্ডটাকে বেশ সহনীয়ই মনে হচ্ছিল। ২.৩ ওভার শেষে ছিল ৩২ রান।
এরপরই নিসাঙ্কা খুনে হয়ে উঠলেন রীতিমতো। দুটো চারের পর একটা ছক্কা হাঁকালেন সাকিবকে। ওভার বদলাল, ব্যাটার বদলাল, বোলারও বদলাল। কিন্তু এরপরও বাংলাদেশের ভাগ্য বদলাল না। ওপাশ থেকে কুশল মেন্ডিস এবার সপাটে বাউন্ডারি হাঁকাতে শুরু করলেন তাসকিনের বলে। প্রথম তিন বলে দুটো ছক্কার পাশাপাশি এল একটা চার।
পরের ওভারে মেহেদী হাসান মিরাজও সে ঝালটা টের পেলেন। প্রথম তিন বলে হজম করলেন দুটো ছক্কা। তবে এরপরই মিরাজের বলে লং অনে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন নিসাঙ্কা। ১৬ বলে তিনি করেছেন ৪২ রান। ওদিকে শ্রীলঙ্কা তাদের ওপেনিং জুটি থেকে পেয়ে যায় ৭৮ রান, মাত্র ৪.৪ ওভারেই।
কিউটিভি/আয়শা//১০ জুলাই ২০২৫,/রাত ১০:৫০