
বিনোদন ডেস্ক : জানা যায়, ‘মালিক’ সিনেমার সাংবাদিক সম্মেলনে সম্প্রতি মুম্বাই গিয়েছিলেন প্রসেনজিৎ। সেখানে কলকাতার এক সাংবাদিক প্রসেনজিৎকে বাংলায় প্রশ্ন করেন। তাই অভিনেতা তাকে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘এখানে বাংলায় কথা বলার কী প্রয়োজন?’ সে মুহূর্তের ভিডিও অন্তর্জালে ভাইরাল হলে কটাক্ষ ধেয়ে আসতে শুরু করে অভিনেতার দিকে। অবশেষে সেই বিতর্কের নীরবতা ভাঙলেন প্রসেনজিৎ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। লেখেন, কিছু দিন হলো আমার একটা কথা, বলা ভালো একটা বাক্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা নিয়েই কিছু বলতে চাই। আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করেছি।
এরপরই বাংলায় কথা না বলার কারণ জানান প্রসেনজিৎ। লেখেন, বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘ দিনের পরিচিত ও স্নেহের পাত্রী। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না, এমন মানুষের সংখ্যাই বেশি, তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওঁকে বলি, ‘বাংলায় কেন প্রশ্ন করছেন?
কটাক্ষের শিকার হয়ে ব্যথিত অন্তরে এ চিত্রনায়ক নিজের দুঃখের কথা জানান। লেখেন, অনেকেই এই কথার আক্ষরিক সূত্রে হয়তো আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পাচ্ছি। কারণ ওই কথার এমন প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলা কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি। আমার ধারণা, সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ, নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না।
সবশেষে এ টালিউড সুপারস্টার লেখেন, বাংলা আমার প্রাণের ভাষা,ভালোবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয়, আমি এইটুকু বুঝেছি, আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত।
আয়শা//১০ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫৮