ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

এজবাস্টনে আলো ছড়িয়ে এবার লর্ডসে আম্পায়ার সৈকত

Ayesha Siddika | আপডেট: ১০ জুলাই ২০২৫ - ০৭:০৫:১২ পিএম

স্পোর্টস ডেস্ক : এজবাস্টন টেস্টে ভারত রীতিমতো ইতিহাসই গড়েছে। অষ্টমবারের চেষ্টায় এই প্রথম ভেন্যুটি ছেড়েছে জয় নিয়ে। সেই টেস্টে আলো ছড়িয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও। সেই টেস্টে দারুণ আম্পায়ারিং করে সৈকত এবার লর্ডসেও আছেন মাঠের আম্পায়ার হিসেবে।

ভারতের ম্যাচে আম্পায়ারিং করে আগেও আলোচনায় এসেছিলেন সৈকত। গেল ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের মেলবোর্নে চতুর্থ থার্ড আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। সেই টেস্টে যশস্বী জয়সওয়ালকে স্নিকোমিটারে স্পাইক না থাকলেও স্রেফ ভিডিও দেখেই আউটের সিদ্ধান্ত দেন সৈকত। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল রীতিমতো। 

এজবাস্টনে তাকে আম্পায়ার করা হয়। সেই ম্যাচেও জয়সওয়ালকে দেওয়া তার আউটের সিদ্ধান্ত আলোচনার জন্ম দেয়। দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালের এলবিডব্লিউ নিয়ে ভারত রিভিউ নেয়। তবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস দাবি করেন, ‘রিভিউ নেওয়ার ১৫ সেকেন্ড সময়সীমা শেষ হওয়ার পর আবেদন করা হয়েছে।’ পরে সৈকত অন্য আম্পায়ার ক্রিস গ্যাফানির সঙ্গে আলোচনা করে রিভিউ মঞ্জুর করেন। সেই রিভিউয়েই নিশ্চিত হয় যে জয়সওয়াল আউট ছিলেন। এছাড়াও পুরো ম্যাচে তিনি ছিলেন প্রায় নিখুঁত। তার দেওয়া ১০টি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে দুই দল মিলে, চার ইনিংসে সাকুল্যে ২টি সিদ্ধান্ত বদলাতে হয়েছে তাকে। সৈকতের এমন আম্পায়ারিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন প্রখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হারশা ভোগলেও। 

ম্যাচ শেষে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং অসাধারণ হয়েছে। ক্রিস গ্যাফানির কাছ থেকে এমন মান আশা করা যায়, কিন্তু শরফুদ্দৌলা সৈকত দুর্দান্ত পারফর্ম করেছেন।’সেই সৈকত এবার লর্ডসেও আম্পায়ারিংয়ে নামলেন। যদিও বিষয়টা আগে থেকেই নির্ধারিত ছিল। সিরিজ শুরুর আগেই বলা ছিল এজবাস্টন ও লর্ডসে আম্পায়ার হিসেবে নামবেন সৈকত। সূচি মেনেই তিনি আজ নামলেন ক্রিকেটের মক্কায়।

 

 

কুইকটিভি/আয়শা//১০ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad