ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

অস্ট্রেলিয়া সিরিজে ঐতিহাসিক রেকর্ড গড়ার সামনে কোহলি

Ayesha Siddika | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ - ০৪:০৭:১২ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ব্যাটিং তারকা আগামী অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলির দিকে আবারও সবার নজর থাকবে। ক্রিকেটপ্রেমীরা প্রত্যাশা করছেন, কোহলি এই সিরিজে আরও একবার আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করবেন।

চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতের জার্সিতে ফিরছেন কোহলি, এবং তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ তার জন্য তিনটি বিরল রেকর্ড গড়ার সুযোগ নিয়ে এসেছে।

১. ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক

বর্তমানে কোহলির সংগ্রহ ১৪,১৮১ রান। তিনি মাত্র ৫৪ রান করলে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে (১৪,২৩৪ রান) পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে আসবেন। কোহলির গড় ৫৭-এর বেশি, যা ১০ হাজারের বেশি রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। 

২. হোয়াইট-বল ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক

কোহলির সামনে আরেকটি বড় সুযোগ হলো সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে + টি-টোয়েন্টি) সর্বোচ্চ রান সংগ্রাহকের কীর্তি গড়া। বর্তমানে তার রান ১৮,৩৬৯। মাত্র ৬৮ রান করলে তিনি শচীন টেন্ডুলকারের (১৮,৪৩৬ রান) রেকর্ড ভেঙে হোয়াইট-বল ক্রিকেটের ইতিহাসে শীর্ষে পৌঁছাবেন।

৩. ওয়ানডেতে ১৫০০ বাউন্ডারির ক্লাব

অস্ট্রেলিয়া সিরিজে কোহলির সামনে আরও এক অনন্য কীর্তি রয়েছে। এখন পর্যন্ত তিনি ওয়ানডেতে ১৩২৫টি চার এবং ১৫২টি ছয় মেরেছেন, মোট ১৪৭৭ বাউন্ডারি। মাত্র ২৩টি বাউন্ডারি মারলেই কোহলি ১৫০০ বাউন্ডারির ক্লাবে নাম লিখাবেন। এর আগে এই কীর্তি গড়েছেন শুধুমাত্র শচীন টেন্ডুলকার ও সনাথ জয়াসুরিয়া।

 

 

আয়শা/১৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad