
তথ্যপ্রযুক্তি ডেস্ক : আট থেকে ৮০— সবাই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। তাই নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হয় এ সংস্থাটি। এবার ইউজারদের জন্য রয়েছে দারুণ এক খবর। হোয়াটসঅ্যাপ ব্যবহারে আর হয়তো প্রয়োজন পড়বে না মোবাইল নম্বরের।
আরও জানা গেছে, সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের মতো করেই সাজানো হয়েছে হোয়াটসঅ্যাপ। অ্যাকাউন্টে থাকবে ইউনিক ইউজার নেম। আর সেই ইউজার নেম দিয়েই খুঁজে পাবেন যে কাউকে। বর্তমানে বেটা ইউজাররা পরীক্ষামূলকভাবে এ ফিচারের সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি।
আর কাজ হোক কিংবা ব্যক্তিগত আলোচনা— এখন সব জায়গাতেই মোটের ওপর ভরসা হোয়াটসঅ্যাপ। তাই অ্যাপকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থাটি। কয়েক দিন আগেই ট্রান্সলেট ফিচার এনেছে সংস্থাটি। এবার যে কোনো মেসেজ সরাসরি অনুবাদ করে দেবে অ্যাপই।
ভাবছেন কীভাবে সম্ভব? যে মেসেজ ভাষার কারণে বুঝতে পারছেন না, সেটিতে লং প্রেস করতে হবে। তাহলেই পাবেন ‘Translate’ অপশন। আর তাতে ক্লিক করলেই পাবেন একাধিক ভাষার অপশন। যে ভাষায় চান সেটিতে ক্লিক করলেই হয়ে যাবে অনুবাদ। ব্যস, ঝামেলা শেষ।
আয়শা/১৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:০০