
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার অনুশীলনে অ্যাশওয়েল প্রিন্স। বাংলাদেশ দলের সাবেক ব্যাটিং কোচ। বর্তমান কোচিং প্যানেলে না থাকলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে আসার আগে বাংলাদেশ দল ও এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা নিতেই সাবেক ক্রিকেটারের শরণাপন্ন হয়েছেন মার্করাম-বেডিংহ্যাম-ব্রিটজকে-ডি জর্জিরা।
২১ অক্টোবর মিরপুরে শুরু প্রথম টেস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ অক্টোবর। পেস-সহায়ক ফাস্ট উইকেটে খেলে অভ্যস্ত প্রোটিয়াদের জন্য বাংলাদেশের স্পিন-সহায়ক স্লো পিচে পারফর্ম করা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং হবে। তাই প্রিটোরিয়ার ক্যাম্পে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না দক্ষিণ আফ্রিকা।
অফিসিয়াল ফেইসবুক পেইজে ক্রিকেট সাউথ আফ্রিকা লিখেছে- জয়ের জন্য ক্ষুধার্ত। সেটাই স্বাভাবিক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে তাদের। ভারত আর অস্ট্রেলিয়া দৌড়ে অনেকটা এগিয়ে থাকলেও হাতে থাকা ৬ টেস্টে ভালো খেললে লর্ডসের টিকিট পেয়েও যেতে পারে দক্ষিণ আফ্রিকা।
তিন সিরিজের মধ্যে প্রোটিয়ারা দুটি খেলবে হোম ভেন্যুতে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও পাকিস্তান। নিজেদের মাঠে হওয়ায় ঐ ৪ ম্যাচ থেকে সর্বোচ্চ পয়েন্ট পেতে চাইবে তারা। তবে, তাতেও ফাইনাল নিশ্চিত হওয়ার কথা নয়। ঐ ৪ টেস্টের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে অন্তত ১টা ম্যাচ জিততে পারলে দক্ষিণ আফ্রিকার শতকরা জয়ের হার হবে ৬১ দশমিক ১১ পয়েন্ট। আর টাইগারদের হোয়াইটওয়াশ করতে পারলে তা গিয়ে দাঁড়াবে ৬৯ দশমিক ৪৪’এ। যেটা হলে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার বিরাট সম্ভাবনা থাকবে প্রোটিয়াদের।
তবে, হোমে বাংলাদেশও ছেড়ে কথা বলবে না। ভারত সফরে ভরাডুবি হলেও পাকিস্তানকে হোয়াইওয়াশ করার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে শান্তরা। কন্ডিশন থেকে আদায় করতে চাইবে সর্বোচ্চ সুবিধা। ঘরের মাঠের স্পিন ট্র্যাক কাজে লাগিয়ে টেস্টে এশিয়ার বাইরের দল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি আছে টাইগারদের। এবার আফ্রিকানদেরও একই অস্ত্রে ঘায়েল করতে চাইবে টাইগাররা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুটি সিরিজ বাকি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে লঙ্গার ফরম্যাটে জয় নিয়ে ফেরা দুঃসাধ্য। তাই হোম সিরিজটাই ভরসা। এর আগে সাদা পোশাকে কখনোই প্রোটিয়াদের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। সে গেরো খুলতে পারলে প্রথমবারের মতো প্রোটিয়াদের হারানোর পাশাপাশি চ্যাম্পিয়নশিপ টেবিলে মোটামুটি সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে পারবে আগের দুই চক্রেই তলানিতে থাকা টাইগার বাহিনী।
কিউটিভি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/রাত ৮:০০