
লাইফ ষ্টাইল ডেস্ক : আজ বুধবার, ৩০ জুলাই, ২০২৫। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক, কর্মক্ষেত্র, অর্থনৈতিক দিক এবং স্বাস্থ্য সম্পর্কে সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মিথুন: ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ হতে পারে। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। বিপদ থেকে উদ্ধার হবেন। প্রেমের কারণে আনন্দ লাভ হবে। চিকিৎসার খরচ বাড়তে পারে। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে।
কর্কট: প্রেমে আনন্দ লাভ করবেন। ব্যবসায় চাপ বাড়বে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। জমি ক্রয়-বিক্রয়ে লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। সব চেয়ে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন। উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে।তুলা: ব্যবসায় বিবাদের আশঙ্কা রয়েছে। তবুও লাভ বাড়তে পারে। কৃষিকাজে সাফল্য পাবেন। পড়াশোনায় সুনাম বাড়বে। ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জনের সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক: প্রচুর খরচ হতে পারে। ব্যবসায় অর্থাভাব দেখা দিতে পারে। প্রেমে বিবাদ হতে পারে, যা বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কষ্ট বাড়তে পারে। পরিবারিক ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বাড়তে পারে।
ধনু: আর্থিক সুবিধা পেতে পারেন। প্রতিবেশীদের জন্য সম্মানহানি হতে পারে। বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন। পড়াশোনার জন্য বিদেশযাত্রার আলোচনা বন্ধ হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোস করে কাজ উদ্ধার করতে হবে।
মকর: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। শিক্ষকদের জন্য ভালো খবর। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ করবেন। স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন। শত্রুদের থেকে সাবধান থাকুন। কোনো আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে। নিকট বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে।
আয়শা/৩০ জুলাই ২০২৫,/রাত ৯:৪৩