
আন্তর্জাতিক ডেস্ক : বিবৃতিটি ওয়াশিংটন পোস্টে প্রকাশ হওয়া একটি নিবন্ধের ভিত্তিতে করা হয়েছে। যেখানে বলা হয়েছে, নেতানিয়াহু প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে বলেছিলেন যে, ইসরাইল ইরানের সামরিক বাহিনীর ওপর হামলা চালাবে; পারমাণবিক বা তেলক্ষেত্র লক্ষ্য করে নয়।
১ অক্টোবর ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরাইল পাল্টা হামলা চালাবে- এমন আশঙ্কার মধ্যে বিবৃতিটি দেয়া হলো। ১ অক্টোবরের হামলার পর লেবাননে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।
‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ শুনব, তবে আমরা আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেব’- নেতানিয়াহুর কার্যালয়ের এই বিবৃতি ওয়াশিংটন পোস্টের নিবন্ধে উদ্ধৃত করা হয়েছে। এর আগে, জো বাইডেন বলেছিলেন যে, তিনি ইরানের পারমাণবিক স্থাপনা ও তেলক্ষেত্রগুলোর ওপর ইসরাইলের হামলা সমর্থন করবেন না।
এদিকে উপসাগরীয় রাষ্ট্রগুলো ইসরাইলকে ইরানের তেল স্থাপনাগুলোতে আক্রমণ করা থেকে বিরত রাখতে ওয়াশিংটনের কাছে তদবির করছে। কারণ যদি সংঘর্ষ বাড়তে থাকে তাহলে তাদের নিজেদের তেল স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাদের।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোনে এই আশ্বাস দিয়েছিলেন নেতানিয়াহু। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং ইসরাইলের ইয়োভ গ্যালান্টের মধ্যে কথোপকথনেও এমন আশ্বাস দেয়া হয়েছিল।
কিউটিভি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০৮